Sawan 2022: শ্রাবণের চতুর্থ সোমবারে মহাযোগ? ভুলেও এই কাজ করলে রুষ্ট হতে পারেন মহাদেব
শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয়ে থাকে। মহাদেবের আশীর্বাদ পেতে গোটা শ্রাবণ মাসজুড়ে শিব পুজোর আয়োজন করে ভক্তরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে এমন কিছু কাজ রয়েছে যেগুলি শ্রাবণ মাসে ভুলেও করবেন না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে, এমনটাই বলে থাকেন পুরোহিতরা। শ্রাবণে কোন কোন কাজ করলে মহাদেব রুষ্ট হন জানেন?
শ্রাবণে মাছ, মাংস ডিম, পেঁয়াজ, রসুন এই আমিষ খাবার খাওয়া উচিত নয় বলেই মানা হয় শাস্ত্রে। মদ্যপান ও ধূমপানও এড়িয়ে যেতে বলা হয়।
শিবলিঙ্গে হলুদ, সিঁদুর, কেতকী ফুল, ইত্যাদি নিবেদন করা উচিত নয়। বেলপাতা এবং ধুতুরা ফুল কিংবা নীলকন্ঠ ফুল নিবেদন করতে পারেন।
খারাপ বা নেগেটিভ ভাবনা-চিন্তা মনে আনা উচিত নয়। নিজের বাবা-মা এবং গুরুকে সম্মান করুন।
হিন্দু পঞ্জিকা অনুযায়ী কয়েকটি শুভ যোগ গড়ে উঠবে শ্রাবণের এই সোমবারে। এই শুভ সংযোগে পুজো করলে একাধিক জন্মের পুণ্য ফল লাভ করা যাবে।
শ্রাবণ মাসের সোমবারে বিশেষ উপায় করলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায় বলে বিশ্বাস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -