Scrub Typhus : বর্ষা শুরুতেই স্ক্রাব টাইফাসের হানা, কী দেখে বুঝবেন মাকড়ের কামড় ?
ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের মাকড়ের কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটেরিয়া!
বর্ষা শুরুতেই স্ক্রাব টাইফাসের হানা
1/9
জ্বর, গায়ে-হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা, চোখের পিছনে ব্যথা,বমি, গায়ে র্যাশ - এই লক্ষণগুলি খেয়াল রাখতে হবে।
2/9
ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের মাকড়ের কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটেরিয়া! মাকড়ের কামড়ের বিষ এতটাই যে, ঠিক সময়ে ধরা না পড়লে ঘটতে পারে মৃত্যুও।
3/9
ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে একটি শিশু। কোলাঘাটের বাসিন্দা এই শিশুর শরীরে স্ক্রাব টাইফাসের সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
4/9
চিকিৎসকরা বলছেন, ওই কামড়ে নির্দিষ্ট ওই জায়গাগুলিতে ব্যথা যন্ত্রণা হয়না। কালো পোড়া মতো দাগ থেকে যায়।
5/9
কীভাবে বুঝবেন কামড়েছে ট্রম্বিকিউলিড মাইটস? খেয়াল রাখতে হবে কয়েকটি লক্ষণের উপর।
6/9
সর্দি-গর্মি ছাড়া ৪-৬ দিন টানা জ্বর দেখলে ফেলে রাখা যাবে না। ডেঙ্গু বা স্ক্রাব টাইফাস , যে কোনও একটি হতে পারে।
7/9
তাছাড়া চিকিৎসকদের মতে, দ্রুত রোগ ধরা পড়লে, বিশেষ অ্যান্টিবায়োটিক দিলে তাড়াতাড়ি সেরে ওঠা সম্ভব। না হলে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
8/9
মনে রাখতে হবে, মাকড় কিন্তু বেশিরভাগ গাছগাছালিতে থাকে। তাই বাগানে বা ঝোপে বাচ্চা যেন খালি পায়ে না যায়।
9/9
বড়রা কিন্তু প্রায়ই বাইরে যাচ্ছেন। আর তাদের জামাকাপড়ের সঙ্গেও ঘরের ভিতর ঢুকে আসতে পারে এই মাকড় । তাই বাইরের জামাকাপড় পরে কোনওমতেই শিশুদের কাছে যাবেন না। আগে জামা পরিবর্তন করুন। তারপর বসুন ।
Published at : 24 Jun 2023 03:27 PM (IST)