Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Scrub Typhus : বর্ষা শুরুতেই স্ক্রাব টাইফাসের হানা, কী দেখে বুঝবেন মাকড়ের কামড় ?
জ্বর, গায়ে-হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা, চোখের পিছনে ব্যথা,বমি, গায়ে র্যাশ - এই লক্ষণগুলি খেয়াল রাখতে হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের মাকড়ের কামড়ে শরীরে ঢোকে স্ক্রাব টাইফাস ব্যাকটেরিয়া! মাকড়ের কামড়ের বিষ এতটাই যে, ঠিক সময়ে ধরা না পড়লে ঘটতে পারে মৃত্যুও।
ইতিমধ্যেই আক্রান্ত হয়েছে একটি শিশু। কোলাঘাটের বাসিন্দা এই শিশুর শরীরে স্ক্রাব টাইফাসের সংক্রমণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকরা বলছেন, ওই কামড়ে নির্দিষ্ট ওই জায়গাগুলিতে ব্যথা যন্ত্রণা হয়না। কালো পোড়া মতো দাগ থেকে যায়।
কীভাবে বুঝবেন কামড়েছে ট্রম্বিকিউলিড মাইটস? খেয়াল রাখতে হবে কয়েকটি লক্ষণের উপর।
সর্দি-গর্মি ছাড়া ৪-৬ দিন টানা জ্বর দেখলে ফেলে রাখা যাবে না। ডেঙ্গু বা স্ক্রাব টাইফাস , যে কোনও একটি হতে পারে।
তাছাড়া চিকিৎসকদের মতে, দ্রুত রোগ ধরা পড়লে, বিশেষ অ্যান্টিবায়োটিক দিলে তাড়াতাড়ি সেরে ওঠা সম্ভব। না হলে মাল্টি অর্গ্যান ফেলিওর হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে।
মনে রাখতে হবে, মাকড় কিন্তু বেশিরভাগ গাছগাছালিতে থাকে। তাই বাগানে বা ঝোপে বাচ্চা যেন খালি পায়ে না যায়।
বড়রা কিন্তু প্রায়ই বাইরে যাচ্ছেন। আর তাদের জামাকাপড়ের সঙ্গেও ঘরের ভিতর ঢুকে আসতে পারে এই মাকড় । তাই বাইরের জামাকাপড় পরে কোনওমতেই শিশুদের কাছে যাবেন না। আগে জামা পরিবর্তন করুন। তারপর বসুন ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -