Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
SBI ATM Card : এসবিআইয়ের এটিএম কার্ড হারিয়ে ফেলেছেন ? অনলাইনে কীভাবে ব্লক করবেন
অসাবধানতাবশত এটিএম কার্ড হারিয়ে গেছে, এমন আকছার দেখা যায়। কিন্তু, এটিএম কার্ড হারালে প্রতারণার ফাঁদের পড়ার ঝুঁকি থেকে যায়। কাজেই সঙ্গে সঙ্গে সেটি ব্লক করা উচিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু, আপনি হয়তো এমন জায়গায় আছেন যেখান থেকে কার্ডটি ব্লক করতে সংশ্লিষ্ট ব্যাঙ্কে যাওয়া সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে এসবিআই এটিএম বা ডেবিট কার্ড থাকলে আপনি অনলাইনেই তা ব্লক করতে পারবেন।
দেখে নিন কোন কোন ধাপে হারিয়ে যাওয়া এসবিআই এটিএম কার্ড অনলাইনে ব্লক করবেন।
প্রথমে www.onlinesbi.com-এ লগইন করুন। ইউজারের নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে।
এরপর 'e-Services' ট্যাবে গিয়ে 'ATM Card Service>Block ATM Card' লিঙ্ক সিলেক্ট করুন।
এরপর সেই অ্যাকাউন্টটি সিলেক্ট করুন যার এটিএম তথা ডেবিট কার্ডটি আপনি ব্লক করতে চাইছেন।
এবার সব অ্যাক্টিভ ও ব্লক কার্ডগুলি দেখাবে । আপনি কার্ডের প্রথম ও শেষ চারটি ডিজিট দেখতে পাবেন।
কোন কার্ডটি ব্লক করতে চান সেটি সিলেক্ট করে সাবমিট করে দিন। তবে, তার আগে একবার যাবতীয় তথ্য খতিয়ে দেখে নিন।
অথেনটিকশনের মোড ঠিক করার জন্য এসএমএস ওটিপি অথবা প্রোফাইল পাসওয়ার্ড সিলেক্ট করুন। এরপর ওটিপি বা প্রোাইফল পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করুন।
একটি টিকিট নম্বর-সহ সাকসেস মেসেজ আসবে। এটিএম তথা ডেবিট কার্ডটি ব্লক করার পর টিকিট নম্বরটি নোট করে রাখুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -