Health Tips : খালি পেটে ভিজিয়ে রাখা কিশমিশ খান এক মাস ! শরীরে পরিবর্তন দেখলে চমকে যাবেন
Dry Fruits খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। প্রায়শই স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডায়েটিশিয়ানরা Dry Fruit ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকইভাবে কিশমিশও ভিজিয়ে রেখে খেলে অনেক উপকারিতা পাওয়া যায়।
কিশমিশে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ফাইবার এবং আয়রনের মতো পুষ্টি উপাদান রয়েছে।
অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডায়েটিশিয়ানের মতে, খালি পেটে ভিজিয়ে রাখা কিশমিশ খেলে তা শরীরের নানা উপকার করে।
কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এক মাস প্রতিদিন ভিজিয়ে কিশমিশ খেলে তা হাড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম দেয়। হাড় মজবুত হয়। এর পাশাপাশি হাড়ের ব্যথাও কমে।
কিশমিশে রয়েছে অনেক ধরনের মিনারেল, ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন ভিজিয়ে কিশমিশ খেলে অনেক রোগ থেকে দূরে থাকবেন।
কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাই কিশমিশ খেলে হিমোগ্লোবিন বাড়ে।
সেই সঙ্গে রক্তের ঘাটতিও পূরণ হয়। প্রতিদিন খালি পেটে কিশমিশ খেলে রক্তাল্পতা থেকেও রক্ষা পাবেন।
যারা প্রায়ই কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং বদহজমের সমস্যায় ভোগেন, তাঁদের প্রতিদিন খালি পেটে ভেজা কিশমিশ খাওয়া উচিত। এতে তাৎক্ষণিক সুবিধা পাবেন। ১৫ দিনের মধ্যে এর সুফল পেতে শুরু করবেন। কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -