Health Tips: ঠান্ডা বা বাসি খাবার খান ? কী ক্ষতি হতে পারে শরীরের ?
গরম খাবার স্বাস্থ্যের জন্য উপকারী। বাড়ির বড়রাও শুধু টাটকা খাবার খাওয়ার পরামর্শ দেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু, দ্রুত পরিবর্তনশীল জীবনযাত্রায় মানুষের গরম খাবার খাওয়ার সময় নেই। বেশির ভাগ মানুষই তাড়াতাড়ি ঠান্ডা খাবার শেষ করে বেরিয়ে পড়েন।
অনেকে সকালের খাবার ফ্রিজে রাখেন এবং তারপর রাতে তা গরম করে বা গরম না করে খেয়ে নেন। এটি করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে (বাসি খাবারের পার্শ্ব প্রতিক্রিয়া)।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, গরম খাবারে ব্যাকটেরিয়ার ঝুঁকি নেই।
ঠান্ডা খাবারে ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।
যারা ঠান্ডা খাবার খান তাদের প্রায়ই পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে দেখা যায়। যারা গরম খাবার খান তাঁদের এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় খুব কমই।
এ কারণেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা শুধুমাত্র গরম খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বলে মনে হয়।
যারা ঠান্ডা খাবার খান তাঁদের মেটাবলিজম অনেক সময় দুর্বল দেখা যায়। যে কারণে তাদের নানা সমস্যায় পড়তে হয়। তাই খাবার সবসময় তাজা ও গরম খেতে হবে।
যারা ঠান্ডা খাবার খান তাঁরা প্রায়ই পেট ফুলে যাওয়ার কথা বলেন। ঠান্ডা খাবার খেলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায়।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -