Relationship Tips: পুরোদস্তুর প্রেম নয়, আবার বন্ধুর চেয়ে বেশি, জীবনে আসতে পারে এমন সম্পর্কও
যে কোনও সম্পর্কের ভিত্তিই হল বন্ধুত্ব। অনেক সময়ই সেই সম্পর্কই আবার মোড় নেয় অন্য দিকে। কিন্তু না বন্ধু, না প্রেমিক বা প্রেমিকা, বরং বন্ধুর চেয়ে একটু বেশি, এমন সম্পর্কও রয়েছে আমাদের জীবনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রেম নয়, আবার বন্ধুত্বের চেয়ে বেশি, এমন সম্পর্ক বাঁধাধরা সংজ্ঞার মধ্যে পড়ে না। এমন সম্পর্কের নামও হয় না। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনেই কেউ না কেউ এমন আছেন।
তবে পুরোদস্তুর প্রেম নয়, আবার বন্ধুর চেয়ে বেশি এমন সম্পর্কেও জটিলতা রয়েছে। যাঁকে নিয়ে এমন ভাবছি আমরা, তাঁকেও অনেক সময় অনুভূতি বোঝানো যায় না। তৈরি হয় মনোমালিন্য। কিন্তু আপনি যে কারও কাছে বন্ধুর চেয়ে বেশি বা কেউ আপনার কাছে শুধু বন্ধু নন, তা বোঝা যেতে পারে কিছু লক্ষণ দেখে।
নিজের জীবনের সব কথা হয়ত তাঁকে বলেন আপনি। কাউকে ভাললাগলে, সেই কথাও। কিন্তু আপনার কাউকে ভাললাগে, এই কথা উঠলেই প্রসঙ্গ ঘুরিয়ে দেন তিনি। শুনতে আগ্রহী নন বলে জানিয়ে দেন। বুঝবেন হিংসে হচ্ছে।
কোনও সন্ধেয় হয়ত দু’জনেরই পৃথক প্ল্যান রয়েছে। কিন্তু সব বাতিল করে তিনি জানালেন, আপনার সঙ্গে সময় কাটাতে আগ্রহী তিনি। আপনিও সব ছেড়ে ছুটলেন। তার পর সারা সন্ধে হাসি, খুনসুটিতে কেটে গেল। বুঝতে হবে, দু’জনেরই দু’জনকে ছাড়া চলছে না।
কিছু কিছু মুহূর্ত আসে জীবনে ফ্রেমবন্দি করে রাখার মতো। আড্ডা, খুনসুটির মাঝে, ভিড়ের মধ্যেও এমন মুহূর্ত তৈরি হতে পারে। যেখান থেকে হয়ত দু’কদম পিছু হাঁটতে হয়েছে আপনাদের। বুঝবেন শুধু বন্ধু নন আপনারা।
হাজার যুক্তি খাড়া করলেও, ভালবাসা এবং অনুভূতি থেকে শরীরকে আলাদা করা যায় না। কখনও কখনও হয়ত তাঁর সঙ্গেও তেমন একটি মুহূর্ত তৈরি হয়েছিল, যেখানে প্রায় পরস্পরের কাছে চলে গিয়েছিলেন আপনারা, ঠোঁটে ঠোঁট ঠেকেছিল বা ঘটতে গিয়েও ঘটেনি। বুঝতে হবে, কেবল মাত্র বন্ধু হলে এমনটা ঘটে না।
সারাদিন হাজারো কাজ দু’জনের। কিন্তু তার পরও পরস্পরের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন। টেক্সট মেসেজ চালাচালি চলছে। খুঁটিনাটি সব কথা পরস্পরকে জানাচ্ছেন। মাঝে একদিন তাতে ছেদ পড়লে বাধছে ঝামেলাও। বুঝতে হবে বন্ধু নন শুধু।
একা থাকলেও তাঁর কথা ভাবেন। আবার হয়ত বন্ধুবান্ধব বা পরিচিতদের মধ্যে রয়েছেন। কোনও না কোনও প্রসঙ্গে তাঁর নাম উঠে আসেই আপনার মুখে। কেন এমন ঘটছে, বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়।
এমনিতে মুক্তমনা মানুষ দু’জনে। সাম্যবাদী ভাবধারায় বিশ্বাসী। কিন্তু পরস্পরের সান্নিধ্যে এলেই নিজেকে নিয়ে বাড়তি সচেতনতা তৈরি হয়। তিনি হঠাৎ করে আপনাকে যেন আগলে রাখতে শুরু করেন। আপনিও গলে জল হয়ে যান। এর নেপথ্যে কাজ করে আকর্ষণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -