Alarm Clock: ঘুম থেকে উঠতে অ্যালার্ম ব্যবহার করেন? হতে পারে মারাত্মক ক্ষতি

Alarm For Wake from Sleep: ঘুম থেকে উঠতে অ্যালার্ম ব্যবহার করেন? জানেন কতটা ক্ষতি করছে এই অভ্যাস?

অ্যালার্মের জেরে ক্ষতি হচ্ছে শরীরে?

1/7
জীবনের অস্তিত্ব রক্ষায় নিয়মিত ঘুম আবশ্যক। প্রতিদিনের সঠিক ঘুম মানুষের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। তবে অনেকের রাতে দেরিতে ঘুমানোর অভ্যাস। অফিস বা অন্যান্য প্রয়োজনে সকালে সঠিক সময়ে উঠতে তারা ঘড়ি বা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন। অথচ এই অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলে তা বিপদ ডেকে আনতে পারে।
2/7
বিজ্ঞানীরা জানাচ্ছেন ঘুম থেকে উঠতে অ্যালার্ম ব্যবহারে একাধিক ক্ষতি হয়। যেমন- অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠায় হার্টের ক্ষতি হয়। যারা কম ঘুমানোর জন্য অ্যালার্ম দিয়ে দ্রুত জেগে ওঠেন, তাদের হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে।
3/7
কম ঘুম ব্লাড সুগারের ওপর প্রভাব ফেলে ও ইনসুলিন সেনসেটিভিটি হ্রাস করে। একজন তরুণ মানুষ যিনি সপ্তাহের ছয় রাত চার ঘণ্টা করে ঘুমান, তার মধ্যে প্রি-ডায়াবেটিসের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে।
4/7
যারা কম ঘুমান বা সকালে ঘুম পূর্ণ না করেই জেগে ওঠেন, তাদের ৯০ শতাংশ মানুষ বিষণ্ণতায় ভোগেন। যাদের ইনসোমনিয়া, স্লিপ অ্যাপনিয়া এ ধরনের স্লিপিং ডিসঅর্ডার আছে, তাদের অধিকাংশই বিষণ্ণতার রোগী।
5/7
দীর্ঘদিন ধরে গভীর ঘুমকে অ্যালার্ম দিয়ে ভাঙালে শরীরে নানাবিধ প্রতিক্রিয়া দেখা দেয়। খুব বেশি পরিমাণে আপত্কালীন অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হয়। অ্যাড্রিনালিন হরমোনের অধিক ক্ষরণে রক্তচাপ বৃদ্ধি পায়।
6/7
লক্ষ্য করবেন, অ্যালার্মে ঘুম ভেঙে গেলেও বেশ কিছুক্ষণ ঘুমভাব থেকে যায়। কাজ করার এনার্জি থাকে না।
7/7
ফলে প্রতিদিনের সুস্থতায় কাজ, খাওয়া, ব্যায়াম যেমন জরুরি তেমনই পর্যাপ্ত ঘুমও জরুরি। তাই দিনের শেষে একটি সুন্দর ও ঝঞ্ঝাটমুক্ত ঘুম নিশ্চিত করুন।
Sponsored Links by Taboola