AC Bill Saving Tips: AC চালিয়েও বিদ্যুতের বিল কমাতে চান? কোন কোন পথে মুশকিল আসান

Summer 2024 AC Bill Saving Tips: এসি চালিয়েও বিদ্যুতের চড়া বিল থেকে নিস্কৃতি পাওয়া যায়। এর জন্য কিছু টিপস মেনে চললেই হবে।

(ছবি ঋণ - ফ্রিপিক)

1/10
গরমকালে এসি চালালে মোটা অঙ্কের বিদ্যুতের ভয় পান অনেকেই। কিন্তু এই ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই।(ছবি ঋণ - ফ্রিপিক)
2/10
এসি পছন্দমতো চালিয়েও এর বিল অনেকটাই কমানো যায়। তার জন্য় কিছু টিপস জানা জরুরি।(ছবি ঋণ - ফ্রিপিক)
3/10
এসি চালানোর সময় ঘরের দরজা জানালা সঠিকভাবে বন্ধ রাখতে হবে। নয়তো এসির কম্প্রেসরে চাপ পড়লে বিল বাড়তে থাকে।(ছবি ঋণ - ফ্রিপিক)
4/10
এসি নিয়মিত সাফ করা জরুরি। ধুলোবালি জমলে এসির ক্ষমতা কমে যায়। ফলে কম্প্রসরে চাপ।(ছবি ঋণ - ফ্রিপিক)
5/10
এসি চালিয়েই অনেকটা তাপমাত্রা কমিয়ে দেওয়া ঠিক নয়। প্রথমে ৩০-এর কাছাকাছি রেখে পরে কমান।(ছবি ঋণ - ফ্রিপিক)
6/10
এতে এসির কম্প্রসরে বেশি চাপ পড়ে না। অন্যদিকে অতি কম তাপমাত্রায় শরীর খারাপ হতে পারে।(ছবি ঋণ - ফ্রিপিক)
7/10
এসি বারবার অন অফ করলে কম্প্রেসরে চাপ পড়ে। ফলে বিল বাড়ে। তাই এসি কম অন অফ করুন।(ছবি ঋণ - ফ্রিপিক)
8/10
ফ্য়ান একইসঙ্গে চালালে ঘর বেশ ঠাণ্ডা হয়ে যায়। তখন বেশিক্ষণ এসি চালাতে হয় না। বেঁচে যায় বিদ্যুৎ খরচ।(ছবি ঋণ - ফ্রিপিক)
9/10
এসির টাইমার ব্যবহার করতে পারেন। এতে একটি নির্দিষ্ট সময় পর এসি নিজে বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ করতে ভুলে গেলেও বিল বাড়ার আশঙ্কা নেই।(ছবি ঋণ - ফ্রিপিক)
10/10
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।(ছবি ঋণ - ফ্রিপিক)
Sponsored Links by Taboola