Swami vivekananda Quotes: কর্মই মানুষের শ্রেষ্ঠ শক্তি, সুন্দর ব্যাখ্যায় বুঝিয়ে দেন স্বামী বিবেকানন্দ
নিজের রচনায় চরিত্রের উপর কর্মের প্রভাব নিয়ে আলোচনা করেছেন স্বামী বিবেকানন্দ।(ছবি ঋণ - বেলুড় মঠ)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর কথায়, মানুষকে যত ধরনের শক্তি নিয়ে নাড়াচাড়া করতে হয়, তার মধ্যে চরিত্র গঠনের কর্মই শ্রেষ্ঠ।(ছবি ঋণ - বেলুড় মঠ)
মানুষ যেন এই গোটা জগতের সমস্ত শক্তির কেন্দ্র। ভাল মন্দ, সুখ দুঃখ সমস্ত শক্তি ধেয়ে আসছে মানুষের দিকে।(ছবি ঋণ - বেলুড় মঠ)
তাঁর যেমন ভিতরে গ্রহণের শক্তি রয়েছে, তেমনই রয়েছে বাইরে নিক্ষেপের শক্তি।(ছবি ঋণ - বেলুড় মঠ)
সে নিজের মধ্যে ওই শক্তিগুলিকে গ্রহণ করছে। তাই দিয়ে চরিত্র গঠন করছে। এর পর বাইরে প্রকাশ করছে সেই চরিত্র।(ছবি ঋণ - বেলুড় মঠ)
মানুষের কর্ম আসলে তাঁর চিন্তার প্রকাশ মাত্র। এমনটাই বলেছিলেন স্বামীজি। (ছবি ঋণ - বেলুড় মঠ)
আমাদের চারপাশে যা কিছু ঘটে চলেছে সবই মানুষের ইচ্ছেয়, তাঁর ইচ্ছের প্রকাশ মাত্র এই ঘটনাগুলি।(ছবি ঋণ - বেলুড় মঠ)
স্বামীজির বাণীতে, এই ইচ্ছা মানুষের চরিত্রের প্রকাশ। আবার সেই চরিত্র কর্ম দ্বারাই নির্মিত।(ছবি ঋণ - বেলুড় মঠ)
আবার এই ইচ্ছে কর্মের অনুরূপ। অর্থাৎ কর্মই নিয়ন্ত্রণ করছে সমস্তটা।(ছবি ঋণ - বেলুড় মঠ)
তাই কর্মকেই মানুষের শ্রেষ্ঠ শক্তি হিসেবে ব্যাখ্যা করেন স্বামীজি। (ছবি ঋণ - বেলুড় মঠ। তথ্যসূত্র - কর্মযোগ, স্বামী বিবেকানন্দ, উদ্বোধন কার্যালয়)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -