Cyber Safety Tips: ফোন থেকে অজান্তেই তথ্য চুরি করতে পারে অ্যাপস, সুরক্ষিত থাকতে চেঞ্জ করুন সেটিংস
ফোনে অ্যাপ ডাউনলোড করে ঢুকতে গেলেই নানা পারমিশন দিতে হয়। কন্ট্যাক্ট, গ্যালারি, ক্যামেরা, স্টোরেজের অ্যাকসেস প্রায় সব অ্যাপই চায়।(ছবি ঋণ - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর এগুলির অ্যাকসেস পেয়ে বিভিন্ন অ্যাপ চাইলেই নজরদারি শুরু করতে পারে। এমনকি অজান্তেই আপনার তথ্য চুরি হতে পারে।(ছবি ঋণ - ফ্রিপিক)
বিক্রি হতে পারে ডার্ক ওয়েবের মতো জায়গায়। যেখান থেকে অপরাধমূলক কাজের জন্য এই তথ্যগুলি ব্যবহার করা হয়।(ছবি ঋণ - ফ্রিপিক)
এই অবস্থায় সুরক্ষিত থাকতে সেটিংসে কিছু বদল আনা অবশ্যই দরকার। প্রথমেই সেটিংস থেকে অ্যাপ লিস্টে যান।(ছবি ঋণ - ফ্রিপিক)
সেখানে গিয়ে কোন অ্যাপকে কী অ্যাকসেস দিয়েছেন দেখে নিন। অ্যাকসেস সেটিংস চেঞ্জ করুন।(ছবি ঋণ - ফ্রিপিক)
‘ওনলি হোয়েন ইউজিং অ্যাপ’ অপশন বেছে নিয়ে অ্যাকসেস দিন। এতে অ্যাপটি যখন ব্যবহার করছেন, শুধু তখনই অ্যাকসেস পাবে কন্ট্যাক্ট বা অন্যকিছুর।(ছবি ঋণ - ফ্রিপিক)
সারা বিশ্বে বিখ্যাত অ্যাপগুলির ক্ষেত্রে নিরাপত্তা বেশি। ফলে সমস্যা হওয়ার ভয় কম। অপরিচিত বা সেরকম জনপ্রিয় নয় অ্যাপের ক্ষেত্রে অ্যাকসেস তখনই দিন, যখন প্রয়োজন।(ছবি ঋণ - ফ্রিপিক)
প্রথমেই অনেক অ্যাপ গ্যালারির অ্যাকসেস চায়। অথচ আপনি হয়তো কাউকে খুব কম ছবি পাঠান। তাই এক্ষেত্রে দরকার হলে তবেই অ্যাকসেস দিন। (ছবি ঋণ - ফ্রিপিক)
‘অনলি দিস টাইম’ অ্যাকসেসটি দিন। কাজ মিটে গেলে সেটি আবার বন্ধও করে দিতে হবে। সেটা ভুলবেন না।(ছবি ঋণ - ফ্রিপিক)
ডিসক্লেমার: এই দাবি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে সরাসরি বিশেষজ্ঞের মত নিন।(ছবি ঋণ - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -