Onion Bad Breath: পেঁয়াজ খাওয়ার পর মুখের গন্ধ দূর করবেন কীভাবে ?
পেঁয়াজ খেলেও আর অপ্রস্তুতে পড়তে হবে না। এটি খাওয়ার পর কয়েকটি কাজ করলেই গন্ধ দূর হবে। (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচুইংগাম খেতে পারেন - চুইংগাম খেতে পারেন একটি। এটি গন্ধ দূর করার সবচেয়ে সেরা উপায়। কারণ এর মধ্যে মিন্ট থাকে। এটি গন্ধের থেকে রেহাই দেয়। (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
গ্রিন টি খান - গ্রিন টি মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। তাই এক কাপ গ্রিন টি খেতে পারেন পেঁয়াজের কোনও পদ খাওয়ার পর। (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
দাঁত ব্রাশ - একবার দাঁত ব্রাশ করে নিতে পারেন। টুথপেস্টের মধ্যে কড়া উপাদান থাকে। যা মুখের গন্ধ দূর করে। ফ্লসও করে নিন। দাঁতের ফাঁকেও আটকে থাকে খাবার। (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
মাউথওয়াশে সমাধান - মাউথওয়াশ কিনে রাখতে পারেন একটি। অল্প একটু মুখে নিয়ে কুলকুচি করে নিলেই গন্ধ থেকে রেহাই পাবেন। (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
ফল খান - কমলালেবু, আপেলজাতীয় ফল খেতে পারেন। এই ফলের মধ্যে থাকা অ্যাসিড মুখের দুর্গন্ধ দূর করে দেবে। (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
জল খান বেশি করে - মুখে যতক্ষণ খাবারের কণা রয়েছে, ততক্ষণ মুখ থেকে দুর্গন্ধ বেরোবেই। তাই বেশি করে জল খান। এতে কণা মুখ থেকে সরে যাবে। (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
এসেনশিয়াল তেল - পুদিনা ও রোজমেরির তেল মুখের দুর্গন্ধ দূর করে সহজেই। এক চা চামচ তেল মুখে পুরে নিতে পারেন। এতে মুখের ব্যাকটেরিয়াও দূর হয়। (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
টাং ক্লিনার - জিভ পরিষ্কার করার যন্ত্রটি দিয়ে জিভ সাফ করে নিন। অনেক সময় জিভে খাবারের কণা আটকে থাকে। যা দুর্গন্ধের কারণ হয়। (প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
বেকিং সোডা - বেকিং সোডা অল্প একটু জলে গুলে মুখে নিন। ভাল করে কুলকুচি করে ফেলে দিন। দূর হবে দূর্গন্ধ। ( ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন। প্রতীকী ছবি সৌজন্য - ফ্রিপিক)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -