Plants That Attracts Snakes: এইসব গাছগুলি দিয়ে বাড়ি সাজাচ্ছেন? জানেন আসতে পারে সাপ!
এমন কিছু কিছু গাছ আছে, যা বাড়িতে রাখলে আসতে পারে সাপ! জেনে নিন কী কী গাছ বাড়িতে রাখলে আসতে পারে সাপ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাধারণত সুগন্ধী ফুল বা পাতার সুগন্ধে আকর্ষীত হয় সাপ। তাই যে গাছগুলি সাধারণ সুগন্ধী, সেই গাছ বাড়িতে রাখলে সাপ আসার সম্ভাবনা বেশী।
বাড়িতে মথ অর্কিড রাখলে অনেক সময়ে সাপ আসতে পারে। এই গাছ সাধারণত প্রজাপতিদের আকৃষ্ট করে। তবে এই গাছের সুগন্ধে আসতে পারে সাপ।
লেমনগ্রাস গাছটিও সাপকে আকর্ষণ করতে পারে। এই গাছ খুব কড়া গন্ধযুক্ত সেই কারণেই এই গাছ সাপকে আকৃষ্ট করতে পারে। এই গাছ সাপের খাদ্যও।
'পাইনাপেল সেজ' নামে এই গাছের ফুল হয় টকটকে লাল। এই রঙের কারণে আকর্ষিত হয়ে এই গাছে বসতে পারে প্রচুর পোকামাকড়। আর পোকা খাওয়ার জন্য এই গাছের আশেপাশে থাকতে পারে সাপ। সেই কারণে এই গাছও বাড়িতে রাখা উচিত নয়।
'লেমন বাম' গাছটিতে কড়া লেবুর গন্ধ রয়েছে। এই গাছের কড়া গন্ধ টেনে আনতে পারে সাপ ও অন্যান্য পোকামাকড়দের।
'হসটাস' গাছ মূলত জন্মায় ছায়া ও স্যাঁতস্যাঁতে জায়গায়। সাপ সাধারণত স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে। সেই কারণেই আড়ালে লুকনোর জন্য এই গাছ খুব পছন্দ করে সাপেরা।
মিন্ট গাছেরও ভীষণ কড়া গন্ধ। এই গাছ সাধারণত যে কোনও পোকামাকড়কে আকর্ষিত করে। আর শিকার করার জন্য সাপ এই গাছের আশেপাশে থাকতে পারে।
স্যুইট পটাটো ভাইন- এই গাছটিও পোকামাকড়কে আকর্ষিত করে। আর পোকামাকড় খাওয়ার তাগিদে ও ঝোপঝাড়ে আশ্রয়ের খোঁজে সাপ বেছে নিতে পারে এই গাছকে।
কমফ্রি গাছটি সাধারণত প্রজাপতি ও মৌমাছিকে আকর্ষিত করে। আর শিকার করার জন্য এই গাছের আশেপাশেও থাকতে পারে সাপ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -