Meat Replacements: নিরামিষ হলেও ঘাটতি নেই গুণে, মাছ-মাংসের বিকল্প হতে পারে এই খাবারগুলি
মাছ-মাংস ছাড়া খাবার মুখে রোচে না যাঁদের, নিরামিষের কথা ভাবতেও পারেন না তাঁরা। কিন্তু শরীরে কথা ভেবেই অনেক সময় মাছ-মাংস বাদ দিতে হয় জীবন থেকে। ছবি: পিক্সাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই নিয়ে আশঙ্কা কাজ করে মনের মধ্যে। আদৌ নিরামিষ মুখে তোলা যাবে কিনা, এই প্রশ্ন যেমন তাড়িয়ে বেড়ায়, তেমনই মাছ-মাংস থেকে প্রাপ্ত প্রোটিনের ঘাটতি পোষাবে কী করে, উঠে আসে এই প্রশ্নও। ছবি: ফ্রিপিক।
কিন্তু কিছু নিরামিষ খাবার মাছ-মাংসের অভাব পূরণ করতে পারে। তাই নিরামিষ খাওয়ার কথা ভাবলে, নির্দ্বিধায় এগোতে পারেন। ছবি: ফ্রিপিক।
পনিরেরই মতো, তবে একটু বেশি চিবোতে হয়। বিদেশে বেশ জনপ্রিয় Tofu. পুষ্টিগুণে সমৃদ্ধ, আবার ওজনও বাড়ে না। তাই মাংসের বিকল্প হয়ে উঠতে পারে। ছবি: ফ্রিপিক।
মূলত সয়াবিন দিয়ে তৈরি করা হয় Tempeh. পাউরুটির মতো কেটে বিক্রি হয় বাজারে। ইন্দোনেশিয়ায় নিরামিষাশীদের মধ্যে জনপ্রিয় Tempeh. বাদামের স্বাদ পাওয়া যায়। প্রোটিন, ফাইবার, ভিটামিনে সমৃদ্ধ। ছবি: ফ্রিপিক।
গম দিয়ে তৈরি মাংস বলে অভিহিত করা হয় Seitan-কে। মাংসের মতোই দেখতে। শরীরে প্রোটিনের জোগান দেয়। তবে গ্লুটেনে আপত্তি যাঁদের, তাঁদের জন্য সঠিক পছন্দ নয়। ছবি: ফ্রিপিক।
ডাল, কড়াই এবং ছোলার মিশ্রণ শরীরে গেলে প্রোটিনে ঘাটতি থাকবে না। ফাইবার, আয়রন, জিঙ্ক এবং ফোলেটেও সমৃদ্ধ। স্যুপ, স্টু, স্যালাডে রাখতে পারেন। ছবি: ফ্রিপিক।
চিবনোর সময় নরম মাংস বলে মনে হয়। মাশরুম অবশ্যই বিকল্প হতে পারে মাংসের। প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিড্যান্ট থাকে। ভিটামিন ডি, বি কমপ্লেক্সের প্রাকৃতিক উৎস। ক্যালরিও বেশি নয়। ছবি: ফ্রিপিক।
কাঁঠালের নাম শুনলেই নাক সিঁটকোন অনেকে। পাকা কাঁঠাল খান বা কাঁচা এঁচোড়, মাংসের বিকল্প ভাবা যেতেই পারে। প্রচুর ফাইবার, ভিটামিন এ, সি এবং পটাসিয়াম থাকে। ক্যালরি বেশি নয়। ছবি: ফ্রিপিক।
শরীর সচেতন মানুষ জন অনেক আগেই চিয়া সিড-কে ডায়েটের অন্তর্ভুক্ত করেছেন। মাংসের বিকল্পও হতে পারে চিয়া সিড। আঠাল উপাদান ডিমের বিকল্পও হতে পারে। প্রচুর ফাইবার, প্রোটিন, ওমেগা ৩ থাকে। হজমেরও সহায়ক চিয়া সিড। ছবি: ফ্রিপিক। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -