Relationship Tips: সম্পর্কেও জং ধরে বইকি! ঘষেমেজে নিতে হবে নিজেকেই, এগোন এক পা এক পা করে
Couple Tips: উষ্ণতা হারিয়েছে সম্পর্ক! তাই বলে হাল ছেড়ে দেবেন। সামান্য চেষ্টায় ফিরতে পারে পুরনো সমীকরণ। ছবি: পিক্সাবে।
ছবি: পিক্সাবে।
1/10
সম্পর্কে জড়িয়ে পড়া সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন। একবাক্যে এ কথা মানবেন সকলেই। কারণ সম্পর্কে অন্য জনের ভাললাগা, না লাগার কথাও মাথায় রাখতে হয়। অনেক সময় সামাজিক সিলমোহর নিয়ে সম্পর্ক টিকে গেলেও, দু’জনের মধ্যেকার সমীকরণ, পরস্পরের প্রতি সেই টান উধাও হয়ে যায়। বরং কথা বলার আগে ভাবতে হয় দু’বার। আবার পাশাপাশি বসে থেকেও হ্যাঁ, হুঁ ছাড়া কথা বেরোয় না মুখ থেকে।
2/10
কিন্তু যে সম্পর্ককে নিয়ে জীবনের পথ চলা, তার প্রতি এমন উদাসীনতা মোটেই কাম্য নয়। তাই সম্পর্কে হারিয়ে যাওয়া রসায়ন এবং সমীকরণ ফিরিয়ে আনতে নিজে থেকেই উদ্যোগী হওয়া প্রয়োজন।
3/10
জীবনের কিছু মুহূর্তে কথাবার্তা, আলাপ-আলোচনা, কিছুই কাজ দেয় না। তাই যখন বুঝবেন সম্পর্কের সুতো কোথাও একটা আলগা হয়ে যাচ্ছে, প্রিয়জনকে আলিঙ্গন করুন। এখানে ইতস্তত বোধ করার কোনও প্রয়োজনই নেই। নিজে না পারলে, সঙ্গীকে বলুন, আপনাকে বাহুডোরে আবদ্ধ করতে।
4/10
মনে এক কথা, মনে আর এক, এই অভ্যাস সম্পর্ক ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। আঘাত পেলে স্পষ্ট করে বলুন। রাগে হিতাহিত ভোলা উচিত নয় যদিও। কিন্তু নিজের অনুভূতি, সংবেদনশীলতা পাশের মানুষটিকে জানাতে কুণ্ঠা বোধ করবেন না একেবারেই।
5/10
একসঙ্গে জীবন কাটানোর ক্ষেত্রে লুকোছাপা বা আড়াল আবডালের কোনও প্রয়োজনীয়তা থাকা উচিত নয়। তাই ঘষামাজা করে, অতিরঞ্জিত করে কোনও বিষয়কে তুলে ধরা উচিত নয় একেবারেই। যেমন আছে সবকিছু, তেমনই থাকতে দিন।
6/10
যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েই যান না কেন, পরস্পরের প্রতি শ্রদ্ধা ধরে রাখা অত্যন্ত জরুরি। সহিষ্ণু হোন। ভাষার ব্যবহারে যেন গালি ঢুকে না পড়ে। প্লিজ, থ্যাঙ্ক ইউ বলার অভ্যাস রপ্ত করুন। দীর্ঘকালীন ফল পাবেন।
7/10
ওঠাপড়া রয়েছে বলেই, সম্পর্ক নিয়ে হাত তুলে দেবেন না গোড়াতেই। সমস্যা থাকতেই পারে। মনে রাখবেন, সবকিছুর সমাধান সম্ভব। তাই অবসাদে ডুবে যাবেন না। কোন বিষয়কে গুরুত্ব দেবেন, আর কোন বিষয়কে দেবেন না, আগে ঠিক করে নিন।
8/10
নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন না সারাক্ষণ। আপনার সঙ্গীর জীবনে কী ঘটছে, পেশাগত ক্ষেত্রে কোথায় দাঁড়িয়ে তিনি, খবরাখবর রাখুন। তাঁদের পছন্দ-অপছন্দ জানতে চান। ছোটখাটো ব্যাপারেও আগ্রহ দেখান।
9/10
ক্ষমার চেয়ে বড় গুণ বোধ হয় নেই। তাই সম্পর্কে ভুলভ্রান্তির ক্ষেত্রে গোঁ ধরে বসে থাকবেন না। অতীতের ভুল বোঝাবুঝি খুঁচিয়ে জাগিয়ে তুলবেন না। বরং অতীত ভুলে, ভবিষ্যতের পথে এগিয়ে যান।
10/10
কাজের ব্যস্ততায় একসঙ্গে সময় কাটানো হয়ত হয় না তেমন। তাই বলে কি উদাসীন থাকবেন! কখনও হয়ত সঙ্গীর পছন্দের খাবারই বানিয়ে দিলেন, বালিশের উপর রেখে দিলেন ছোট্ট চিরকূট। ছোট ছোট এই উদ্যোগই মাধুর্য ধরে রাখে সম্পর্কের।
Published at : 07 Mar 2023 02:31 PM (IST)