Meditation: মানসিক চাপ-অবসাদ কাটাতে প্রতিদিনের সঙ্গী হোক মেডিটেশন, মনঃসংযোগের সময় কী কী নিয়ম অবশ্যই মানবেন?

Meditation Tips: যে স্থানে বসে আপনি মেডিটেশন করবেন সেই জায়গা এবং তার আশপাশের পরিবেশ শান্ত থাকা প্রয়োজন। অতিরিক্ত আওয়াজ, কোলাহলে মনঃসংযোগ সম্ভব নয়।

প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস

1/10
বর্তমানে ইঁদুর দৌড়ের জীবনে প্রতিযোগিতা আমাদের নিত্যসঙ্গী। সেরা হতে হবে এই ভাবনা আমাদের জীবনে ক্রমশ চাপ বা স্ট্রেস বাড়াচ্ছে।
2/10
মানসিক চাপ কমানোর অন্যতম দাওয়াই হল মেডিটেশন করা। প্রতিদিন নিয়ম করে ধ্যান বা মনঃসংযোগ করলে মন যেমন স্থির হয়, তেমনই কমে স্ট্রেস।
3/10
দোলাচলের মধ্যে মনের শান্তি বজায় রাখার জন্য প্রতিদিন মেডিটেশন করার ধৈর্য্য এবং অভ্যাস রাখা প্রয়োজন। এক্ষেত্রে কিছু নিয়ম অতি অবশ্যই মেনে চলা প্রয়োজন।
4/10
যে স্থানে বসে আপনি মেডিটেশন করবেন সেই জায়গা এবং তার আশপাশের পরিবেশ শান্ত থাকা প্রয়োজন। অতিরিক্ত আওয়াজ, কোলাহলে মনঃসংযোগ সম্ভব নয়।
5/10
যে পোশাকে আপনি মেটিটেশন বা ধ্যান করতে বসছেন সেটাই গুরুত্বপূর্ণ। আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না এমন কোনও পোশাকে মেডিটেশন করা সম্ভব নয়।
6/10
প্রথমেই অনেকক্ষণ সময় ধরে মেডিটেশন করা সম্ভব নয়। শুরুর দিকে ৫ বা ১০ মিনিট মেডিটেশন করার চেষ্টা করুন। পরবর্তীতে মনঃসংযোগ করার মাত্রা বাড়ানো উচিত।
7/10
অনেক সময় হাল্কা কোনও মিউজিক চালিয়ে রাখলে মনঃসংযোগে সুবিধা হয়। তাই যে ঘরে বসে মেডিটেশন করবেন সেখানে হাল্কা কোনও মিউজিক চালাতে পারেন।
8/10
মেডিটেশন করার জায়গায় সুগন্ধী মোম বা ধূপ জাতীয় জিনিস রাখলেও পরিবেশ একদম নিখুঁত হয়। তাই মেডিটেশন করার সময় এইসব পদ্ধতি অবলম্বন করতে পারেন।
9/10
মেডিটেশন বা ধ্যানের অভ্যাস শুরু করলে কখনই মাঝপথে ছেড়ে দেবেন না। প্রতিদিন অল্প সময় করে অভ্যাস করুন। তাহলে ধৈর্য্য বাড়বে।
10/10
মেডিটেশন অর্থাৎ ধ্যান বা মনঃসংযোগের মূল বিষয় হল মনকে শান্ত এবং স্থির করা। তাই কোনওরকম উত্তেজনা নিয়ে মেডিটেশন করা শুরু করবেন না।
Sponsored Links by Taboola