AC Bill: গরম পড়তেই না পড়তেই এসি চালানো শুরু, কীভাবে নিয়ন্ত্রণে থাকবে ইলেক্ট্রিক বিল?

Electric Bill: গরমকালে এসির উপর নির্ভরতা বেড়েছে। কিন্তু তার সঙ্গে রয়েছে ইলেক্ট্রিক বিলের বিষয়টিও। কীভাবে কমাবেন ইলেক্ট্রিক বিল?

ফাইল ছবি

1/9
চৈত্রেই চড়ছে তাপমাত্রার পারদ। পাখা, এসি ছাড়া থাকা যাচ্ছে না এখনই। গ্রীষ্মের আগেই তাপমাত্রা বাড়তে থাকায়, জমছে আশঙ্কার মেঘও। প্রবল গরমে কীভাবে নাগালে থাকবে ইলেক্ট্রিক বিল?
2/9
রাতে এসি রাখুন নাইট মোডে। এতে তাপমাত্রা সামান্য বেশি হলে, ইলেক্ট্রিক খরচ হবে কম। ফলে শান্তির ঘুম ঘুমাতে পারবেন।
3/9
এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে ঠান্ডা হাওয়া সারা ঘরে ছড়িয়ে পড়ে। পাশাপাশি বেশির দিকে রাখুন এসির তাপমাত্রা। তাতে নিয়ন্ত্রণে থাকতে পারে বিল।
4/9
এসির ফিল্টারে নোংরা থাকলে হাওয়া আটকে যায়। ফলে এসি চললে ঠান্ডা হয় না ঘর। তাই নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই পরিষ্কার করতে হবে এসি।
5/9
দিনের বেলায় এসি না চালিয়ে অল্প কিছু সময় চালিয়ে জানলায় পর্দা দিয়ে রাখলে ঘর ঠান্ডা থাকবে দীর্ঘক্ষণ।
6/9
সব সময় এসি না চালিয়ে টাইমার সেট করা যেতে পারে। ফলে নির্দিষ্ট সময় এসি চললে বেশি ইলেক্ট্রিক বিল আসার আশঙ্কা কমে।
7/9
দিনের বেলা না হলেও অন্তত সন্ধের পর দরজা, জানলা খোলা রাখলে এসির প্রয়োজনীয়তা কমে।
8/9
অনেক সময় পুরনো এসির ফলে ইলেক্ট্রিক বিল বেশি আসে। তাই প্রয়োজনে উন্নতমানের এসি ব্যবহার করতে হবে।
9/9
দিনের শেষে শান্তিতে ঘুমাতে হবে। কিন্তু তার সঙ্গে রয়েছে ইলেক্ট্রিক বিল বিষয়টিও। তাই রাতে ঘুমানোর আগে এসি চালিয়ে ঘর ঠান্ডা করে পাখা চালিয়ে ঘুমানো যেতে পারে। তাতে রাতভর ঘর ঠান্ডা থাকবে।
Sponsored Links by Taboola