Toe Ring Wearing Rules: পায়ের আঙুলে সোনার আংটি পরবেন না ভুল করেও! দেখে নিন সেই নিয়ম
ভারতীয় মহিলাদের মধ্যে পায়ের আঙুলে আংটি পরার প্রচলন রয়েছে। সারা ভারতে এটি নানা নামে পরিচিত। হিন্দিতে এটি বিছিয়া নামে পরিচিত, তামিলে মেট্টি, তেলুগুতে মেট্টেলু, কন্নড়ে কাল-উঙ্গুরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এই আংটি পরার অনেক নিয়মও রয়েছে। যা অবশ্যই মেনে চলা দরকার। অনেকে মনে করে নানা রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকা যায়। কেউ কেউ শুধু সাজগোজের জন্য ব্যবহার করেন এই আংটি।
এই আংটি পরার সময় যেটি আগে মনে রাখতে হবেই তা হল কোনোভাবেই পায়ের আংটি সোনার হতে পারবে না। এটি অবশ্যই রুপোর হতে হবে।
শাস্ত্রে সোনাকে দেবী লক্ষ্মীর রূপ ধরা হয়েছে। কথিত আছে কোমরের নিচে সোনার গয়না পরলে লক্ষ্মীর অসম্মান হয়। তাই পায়ের আঙুলে সোনার আংটি পরা উচিত নয় বলেই মনে করা হয়।
রুপোকে চাঁদের প্রতীক হিসেবে দেখা হয়। বলা হয় রুপো পৃথিবীর মেরু শক্তি শোষণ করে। ফলে মহিলারা রুপোর আংটি পায়ে পরলে সকল নেতিবাচকতা দূর হবে৷
আরেকটি বিষয় হল- দুই পায়ে অবশ্যই একই ডিজাইনের আংটি পরতে হবে। দুই পায়ে দু’রকমের আংটি পরা যাবে না এবং কোনভাবেই নোংরা পায়ে আংটি পরা যাবে না।
মধ্যমায় আংটি পরতে হয়। তবে অবিবাহিত নারীদের পায়ের আঙুলে আংটি পরতে নেই। নিজের পায়ের আংটি অন্যকে দিতে নেই। এতে সৌভাগ্য অন্যের কাছে চলে যায় বলে ধারণা করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -