New Year 2023 : সমুদ্র সৈকতে কাটাতে চান বর্ষবরণের রাত ? এগুলি হতে পারে সেরা ডেস্টিনেশন
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার পরেই শুরু হয়ে যাবে নতুন বছর। বর্ষবরণ উপলক্ষে মনটা তাই ঘুরতে যেতে ইচ্ছে করছে । বিশেষ করে সমুদ্র সৈকতে ? কোথায় যাবেন তাহলে ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপনি যদি সৈকতে নতুন বছর উদযাপন করতে চান, তাহলে এগুলি ভারতের কিছু সুন্দর সৈকত যেখানে আপনি নতুন বছরে নানাভাবে মজা করতে পারেন।
আগোন্ডা বিচ, গোয়া : গোয়ার আগোন্ডা সৈকত নববর্ষ উদযাপনের জন্য একটি দুর্দান্ত জায়গা। উত্তর গোয়ার সাধারণত জনাকীর্ণ সৈকতের তুলনায় কম জনাকীর্ণ স্থান। নববর্ষের প্রাক্কালে- এখানে খাবার, ভাল হোটেল, সূর্যাস্তের একটি অনন্য দৃশ্য এবং অনেক কিছু পাবেন।
কোলা বিচ, গোয়া: গোয়ার কোলা বিচও বর্ষবরণের জন্য সুন্দর জায়গা। এখানে অনেক ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি করতে পারেন। সমুদ্রের ধারে থাকার জন্য রয়েছে বিলাসবহুল হোটেল । যেখানে আপনি বনফায়ার উপভোগ করতে পারেন।
কাভারত্তি, লাক্ষাদ্বীপ: নতুন বছর উপলক্ষে লাক্ষাদ্বীপের দিকে খুব কম মানুষই যান। এই সৈকত শান্তিতে কয়েক দিন কাটানোর জন্য আদর্শ ঠিকানা।
কোভালাম সমুদ্র সৈকত, কেরল : বর্ষবরণ উপলক্ষে এই সৈকতে অনেক অনুষ্ঠান এবং পার্টির আয়োজন করা হয়। চারদিক থেকে সমুদ্রের ঢেউয়ের শব্দ এক অন্যরকম অভিজ্ঞতা দেয়।
রাধানগর সৈকত, আন্দামান : রাধানগর সৈকত নববর্ষের অন্যতম সেরা গন্তব্য। বনের ধারের রাধানগর সমুদ্র সৈকত আপনাকে দেবে ভিন্ন অভিজ্ঞতা।
এখানে সূর্যোদয় এবং সন্ধ্যায় সূর্যাস্ত এক অন্য অনুভূতি দেবে।
তারকারলি সৈকত, মহারাষ্ট্র: আপনি যদি গোয়ার পরিবর্তে অন্য কোনও সৈকত খোঁজেন, তাহলে তারকারলি সৈকত অন্যতম সেরা ঠিকানা হতে পারে।
এখানে বালিতে শুয়ে ঘণ্টার পর ঘণ্টা ধরে রোদ উপভোগ করা যায়। নতুন বছর উদযাপনের জন্যও অন্যতম সেরা ঠিকানা তারকারলি সৈকত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -