Summer Health Tips: গরমে সুস্থ থাকতে এড়িয়ে চলুন ভিড়, আর কী পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকের ?
এবার গরম থেকে বাঁচতে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিল ভারতের স্বাস্থ্যমন্ত্রক।(ছবি সৌজন্য - পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি আবহাওয়া দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। তাতে বলা হয়, আগামী তিন মাস দেশজুড়ে তাপপ্রবাহ চলবে।(ছবি সৌজন্য - পিটিআই)
এই তাপপ্রবাহ থেকে বাঁচতেই একগুচ্ছ পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তার মধ্যে অন্যতম হল ভিড় এড়িয়ে চলা।(ছবি সৌজন্য - পিটিআই)
ঘরের মধ্যে হোক বা বাইরে, ভিড়ে বেশিক্ষণ থাকলে গরম থেকে নানা রোগ হতে পারে।(ছবি সৌজন্য - পিটিআই)
গায়ে ঘামাচি, ডিহাইড্রেশন, হিট স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তি।(ছবি সৌজন্য - পিটিআই)
সম্প্রতি ন্যাশনাল প্রোগ্রাম ফর ক্লাইমেট চেঞ্জের তরফে সরাসরি সূর্যালোকে বেরোতে মানা করা হয়েছে।(ছবি সৌজন্য - পিটিআই)
ছাওয়ার নিচে থাকা থেকে নিয়মিত জল খাওয়ার মতো পরামর্শ দিয়েছে ওই দফতর।(ছবি সৌজন্য - পিটিআই)
প্রসঙ্গত, বুধবার জনস্বাস্থ্য বিষয়ক একটি বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।(ছবি সৌজন্য - পিটিআই)
বৈঠকের পরেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শরীর ঠান্ডা রাখতে গরমকালে নিয়মিত জলীয় খাবার খাওয়া ভাল।(ছবি সৌজন্য - পিটিআই)
এছাড়াও, খুব বেশি তেলমশলা ও ঝাল না খাওয়াই ভাল।(ছবি সৌজন্য - পিটিআই)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -