Usage of Camphor: চুল পড়ার সমস্যা থেকে সর্দির উপশম, ম্যাজিক এক চিমটে কর্পূরেই!
কর্পূর ভাল রুম ফ্রেশনার হিসেবে কাজ করে। ঘরের দূর্গন্ধ দূর করতে একটি পাত্রে কর্পূর রেখে দিন। কিছুক্ষণের মধ্যেই ঘরের যাবতীয় দুর্গন্ধ চলে যাবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুখে ব্রণ বা ব্রণর দাগ নিরাময়ে ভীষণ উপযোগী কর্পূর। কয়েক ফোঁটা কর্পূর এসেনশিয়াল অয়েল যে কোনও তেলের সঙ্গে মিশিয়ে ব্রণর জায়গায় লাগালে ব্রণ সেরে যাবে। ব্রণর দাগও দ্রুত মিলিয়ে যাবে। এটি নারকেল তেল, অলিভ অয়েল বা আমন্ড তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে উপকার পাবেন।
পিঁপড়ে দূর করতে কর্পূর ব্যবহার করুন। ক্ষতিকারক কীটনাশকের পরিবর্তে জলের সঙ্গে কর্পূর মিশিয়ে ঘরের কোণায় ছড়িয়ে দিন। কর্পূরের গন্ধে পিঁপড়ের উপদ্রব কমবে।
জামা-কাপড় ভাল রাখতে কর্পূরের কয়েকটা ট্যাবলেট রেখে দিতে পারেন আলমারিতে। এতে বর্ষার ভ্যাপসা গন্ধ দূর হবে। জামা-কাপড়ও ঠিক থাকবে।
চুল ঝরে পড়া বা চুলের যেকোনও সমস্যা দূর করতে কর্পূরের জুরি মেলা ভার। মাথায় মাখার তেলের মধ্যে কর্পূর মিশেয়ে ফুটিয়ে নিন। এবার নিয়মিত মাথায় সেই তেল ব্যবহার করুন। চুল ঝরার পরিমাণ অনেকটাই কমে যাবে। এই তেলের মিশ্রণ মাথার তালুতে আর চুলের গোড়ায় ভাল করে মাখলে খুশকির সমস্যা দ্রুত কমবে।
মশার উৎপাত কমাতেও কর্পূর ভাল কাজ করে। ঘরের কোণায় কর্পূর ফেলে রাখুন মশার হাত থেকে রক্ষা পাবেন।
কর্পূরের গন্ধ মানসিক চাপ কমাতে সাহায্য করে। একটি পাত্রে খানিকটা কর্পূর নিয়ে শোয়ার ঘরে রেখে দিন। এতে দিনের শেষে ক্লান্তি দূর হবে। ঘুমও ভাল হবে
শিশুর ঠান্ডা লাগলে বা বুকে কফ জমে গেলে কাজে লাগাতে পারেন কর্পূর। নারকেল তেল বা সরষের তেলের সঙ্গে সামান্য কর্পূর মিশিয়ে গরম করে নিন। এবার সেই তেল ইষদুষ্ণ অবস্থায় শিশুর বুকে ও পিঠে মালিশ করে দিন। দ্রুত সমস্যার সমাধান হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -