Vastu Tips: একটুকরো গুড়েই কাটবে বাস্তুদোষ? কীভাবে অর্থনৈতিক সমস্যা মিটবে?

Money Problem: জ্যোতিষশাস্ত্র অনুসারে, আপনার বাড়িতে যদি এক টুকরো গুড় থাকে, তাহলে সেই এক টুকরো গুড় দিয়েই আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারেন।

গুড় দিয়েই জীবনে উন্নতি সম্ভব? কী বলছে বাস্তু?

1/7
জ্যোতিষশাস্ত্র অনুসারে, আপনার বাড়িতে যদি এক টুকরো গুড় থাকে, তাহলে সেই এক টুকরো গুড় দিয়েই আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারেন।
2/7
যদি অতিরিক্ত অর্থনৈতিক সমস্যা হয়, তাহলে একটি লাল কাপড়ের মধ্যে এক টুকরো গুড় এবং একটি এক টাকার কয়েন রেখে দিন। আর এটিই মা লক্ষ্মীর কাছে রেখে দিতে পারেন, এবং প্রতিদিন প্রার্থনা করতে পারেন।
3/7
এছাড়াও একটি তামার পাত্রে গুড় রেখে সেটি হনুমানজীর মন্দিরে দান করতে পারেন এবং সেখানে বসে আপনি যদি প্রতি মঙ্গলবার এবং শনিবার অনুমান চল্লিশা পাঠ করতে পারেন, তাহলে দেখবেন, আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে গেছে।
4/7
বাস্তু টিপস অনুসারে আপনি যদি গুড় দিয়ে এই ছোট ছোট কাজগুলি করতে পারেন, তাহলে আপনি অর্থনৈতিক সমস্যা থেকে দূরে চলে যাবেন। এমনটাই বলছেন, বাস্তু বিশেষজ্ঞ রাত এক টুকরো গুড় আপনার জীবনের সমৃদ্ধি আনতে সাহায্য করে এবং পজেটিভ এনার্জিকে অনেক বেশি ঘরের মধ্যে প্রবেশ করায়
5/7
অর্থ সমস্যার যদি সমাধান করতে চান, তাহলে একটি লাল কাপড়ে এক টুকরো গুড় বেঁধে দিন। আর সেই এক টুকরো গুড় এবং তার মধ্যে এক টাকার কয়েন দিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন।
6/7
আপনি যদি অনেকদিন ধরে কোন অর্থনৈতিক সমস্যায় অর্থাৎ ঋণ পরিশোধ করার সমস্যায় ভুগতে থাকেন, তাহলে হলুদকে সাতটি টুকরো করে নিতে হবে এবং একটি হলুদ কাপড়ের মধ্যে এই সাত টুকরো হলুদ এবং এক টুকরো গুড় দিয়ে দিতে হবে।
7/7
বাস্তুশাস্ত্রের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।
Sponsored Links by Taboola