Vastu Tips: ঘুমে সমস্যা ? রইল জীবন বদলে যাওয়া বাস্তু টিপস
রাতে ঘুমনোর ক্ষেত্রে বাস্তুর একটা বড় প্রভাব রয়েছে। আবার ঘুমের সঙ্গে জড়িয়ে রয়েছে জীবনের সুখ-শান্তি। এমনকি সাফল্য। ঘুম ভাল হলে সব ভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষজ্ঞরাও এটা সবসময় বলে থাকেন, ঘুমের ঘাটতি যেনও কোনওভাবেই না হয়। কারণ ঘুমোলে আমাদের চিন্তাভাবনার স্তর গভীরতা পায়।
এবার কথা হচ্ছে বাস্তু মেনে ঘুমনো। প্রথমত যারা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, তাঁদের জন্য সবচেয়ে ভাল ঘুমনোর দিক হল পূর্ব দিক। এতে স্মৃতিশক্তি ও চিন্তা ভাবনা গাঢ় হয়।
অপরদিকে, দক্ষিণদিকে ঘুমনোও উত্তম। কিন্তু সেটা কর্মজীবন বা অবসর জীবনে। অর্থাৎ জীবনের প্রথমভাবে পূর্বদিক এবং জীবনের দ্বিতীয়ভাগে দক্ষিণদিক।
ঘুমনোর আগে যদি সম্ভব হয়, পূর্ব দিকে একটি আলোকবাতি জ্বালিয়ে কিছুটা সময় সেদিকে একভাবে চেয়ে থাকলে, প্রভাব পড়ে। তা সেটা প্রদীপ হোক কিংবা মোমবাতির আলো।
বাস্তু মতে ঘুমনোর সময় খাটে কোনওভাবেই ভূল করেও , মাথার কাছে কোনও ইলেকট্রনিক জিনিস রাখবেন না। ঘড়ি থেকে শুরু করে মোবাইল নৈব নৈব চ।
একইভাবে পড়াশোনার জিনিস অর্থাৎ বই খাতা পেনসিন কোনওকিছুই মাথার পাশে বিছানায় রাখা উচিত নয়। এতেও ক্ষতির আশঙ্কা থাকে।
অনেকেই রাতে দুঃস্বপ্ন দেখেন। বাস্তুমতে কাপড়ের পুটলি করে ফিটকিরি বেধে বালিশের নিচে রেখে দিলে দুঃস্বপ্ন দূর হয়। এলাচ রাখলেও উপকার পাওয়া যায়।
ঘুমোতে যাওয়ার আগে, সম্ভব হলে প্রণাম করুন। বিছানার কাছে জল ভর্তি কোনও পাত্র বা বোতল রাখলে ভাল হয়।
আশা করা যায়, বাস্তুর এই নীতিগুলি মেনে নিয়ে এগোলে জীবন অনেক সুন্দর হয়ে উঠবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -