Typhoid Symptoms: টাইফয়েডে আক্রান্ত হয়েছেন কিনা বুঝবেন কীভাবে? জানুন লক্ষণগুলি
বর্ষাকাল পড়তে না পড়তেই টাইফয়েডের আশঙ্কা বাড়াচ্ছে। এই সময়ই সবথেকে বেশি মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে থাকেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্ষাকালে মশার উপদ্রব সবথেকে বেশি হয়। চারিদিকে জমে থাকা জলে ওরা ডিম পাড়ে। আর তা থেকেই ছড়ায় নানা অসুখ।
সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে টাইফয়েড প্রাণঘাতীও হতে পারে। ছোট থেকে বড়, সকলের ক্ষেত্রেই চিন্তার কারণ এই অসুখ।
টাইফয়েডে আক্রান্ত হয়েছেন কিনা বুঝবেন কীভাবে? জেনে নেওয়া যাক এই অসুখের লক্ষণগুলি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টাইফয়েডের ক্ষেত্রে প্রবল জ্বরের উপসর্গ দেখা দেয়। এছাড়াও মাথার যন্ত্রণা, পেটে ব্যথা, ডায়রিয়ার লক্ষণও দেখা দেয়।
তাঁরা জানাচ্ছেন, টাইফয়েডে আক্রান্ত হওয়ার একেবারে শুরুর দিকে জ্বরের সঙ্গে শরীরে দুর্বলভাব দেখা দেয়। পেশিতে যন্ত্রণার সমস্যাও দেখা দেয়।
এছাড়াও থাকে মাথা ঘোরা, বমিভাব। তার সঙ্গে শুকনো কাশি, গলায় ব্যথার মতো লক্ষণও দেখা দেয়।
অনেকের ক্ষেত্রে টাইফয়েড হলে চুলকানির সমস্যাও দেখা দিতে পারে। পাকস্থলীর যন্ত্রণা এর বড় লক্ষণ।
বিশেষজ্ঞদের মতে, টাইফয়েডে আক্রান্ত হওয়ার কোনও লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। ফেলে রাখলে বিপদ ঘটতে পারে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -