Homemade Ayurvedic Shampoo: চুল পড়া নিয়ে বাড়ছে শঙ্কা! ঝটপট বাড়িতেই বানিয়ে ফেলুন শ্যাম্পু
চুল পড়ার সমস্যা রয়েছে প্রায় সবারই। বাজার থেকে কেনা প্রোডাক্ট ব্যবহার করেও মিলছে না ফল। প্রাথমিকভাবে তাতে কিছু উপকার মিললেও, চিরস্থায়ী সমাধান নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাজার থেকে কেনা শ্যাম্পুতে রয়েছে প্রচুর পরিমাণে কেমিক্য়াল। যা চুলের ক্ষতি করে। পাশাপাশি দূষণের ফলেও চুল আরও খারাপ হচ্ছে।
এই অবস্থায় চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি শ্যাম্পু ব্যবহারে মিলতে পারে সুরাহা। কীভাবে তৈরি করবেন?
বাড়িতে শ্যাম্পু তৈরির মূল উপাদান আমলা, রিঠা, শিকাকাই, মেথি। এই চার উপাদানেই চুল হবে আরও ঘন এবং মজবুত।
একটা বাটিতে ১০০ গ্রাম শিকাকাই, ১০০ গ্রাম আমলা, ১০০ গ্রাম রিঠা এবং ৩ চামচ মেথি মেশাতে হবে।
এরপর ওই মিশ্রণ একটা পাত্রে ঢেলে হালকা আঁচে কিছুক্ষণ নাড়তে হবে। তাতে জল দিয়ে ফোটাতে হবে।
ফোটানোর পর ওই মিশ্রণ ভাল করে ঠান্ডা করে নিতে হবে। তা থেকে বীজ বার করে সব একসঙ্গে দিতে হবে মিক্সিতে।
এরপর ওই মিশ্রণ ছেঁকে নিয়ে রেখে দিতে হবে পাত্রতে। দেখতে হবে ওই পাত্রতে যেন হাওয়া না ঢোকে।
প্রতিদিন এই শ্যাম্পু ব্যবহারে চুলের গোড়া হবে শক্ত। স্নানের সময় হালকা হাতে স্ক্যাল্প ম্যাসাজ করতে হবে। তাতে দূর হবে খুসকিও।
কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -