World Cancer Day 2023 : শুধু ধূমপান ছাড়লেই হবে না, ফুসফুসের ক্যান্সার এড়াতে এগুলোও করতে হবে
ফুসফুসের ক্যান্সার আমাদের দেশে ক্রমেই বেড়ে চলেছে। কর্কটরোগের বিভিন্ন ধরনের মধ্যে চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যান্সার হল ফুসফুসের ক্যান্সার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজীবনধারায় কিছু স্বাস্থ্যকর পরিবর্তন করে প্রতিরোধ করা যেতে পারে এই ব্যাধি। যদিও এই ক্যান্সার থেকে বাঁচার কোনও নিশ্চিত উপায় নেই, ধূমপান ত্যাগ করা এই মারাত্মক রোগ হওয়ার ঝুঁকি কমানোর প্রথম পদক্ষেপ।
ধূমপান একটি নীরব ঘাতক । প্রাথমিক পর্যায়ে ফুসফুসের ক্যান্সারের লক্ষণ প্রায় থাকেই না। যখন সমস্যা বেশ বেড়ে যায়, তখনও উপসর্গগুলি সামনে আসে।
কাশির সময় রক্ত, শ্বাসকষ্ট , বুকে ব্যথার মতে সমস্যা হলেই সাবধান হোন।
অপ্রত্যাশিত ওজন হ্রাস , হাড়ের ব্যথা , এগুলি ফুসফুসের ক্যান্সারের কিছু লক্ষণীয় লক্ষণ।
চিকিৎসকরা বলছেন, সিগারেটের ধোঁয়া থেকে দূরে থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ধূমপানত্যাগ করলে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি গুরুত্বপূর্ণ হারে কমে যায়।
এড়িয়ে চলতে হবে প্যাসিভ স্মাকিংও। অর্থাৎ অন্যের ধূমপানের দ্বারা ক্ষতিগ্রস্থ হওয়া। এটিও সমান বিপজ্জনক। একে সেকেন্ড-হ্যান্ড স্মোকিং বলা হয়।
বিশেষজ্ঞদের মতে, ধূমপানের অভ্যাস ছেড়ে দেওয়ার জন্য তামাকজাত দ্রব্য ব্যবহারের অভ্যাস নেই, এমন ব্যক্তিদের সঙ্গ জরুরি। ধূমপায়ীদের সঙ্গে থাকলে এই অভ্যাস ছাড়া একেবারেই সহজ নয়।
যখনই ধূমপান করার ইচ্ছা হবে, তখন অন্য কোনও কাজে মন দিতে হবে। যেমন টিভি দেখা, গান শোনা, হাঁটতে যাওয়া বা কোনও বন্ধুর সঙ্গে দেখা করা অথবা ফোনে কথা বলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -