World Glaucoma Day 2022: চোখে নজর রাখলেই দূরে থাকবে গ্লুকোমা
প্রথমে অস্বস্তি। চোখে অল্প অল্প সমস্যা। তারপর ধীরে ধীরে কমতে থাকে দৃষ্টিশক্তি। স্থায়ীভাবে চলে যেতে পারে পুরো দৃষ্টিশত্তিও। এমনই ভয়াবহ রোগ গ্লুকোমা। চোখের নিঃশব্দ ঘাতক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশ্বের সব দেশেই রোগটির প্রকোপ রয়েছে। উন্নত থেকে উন্নয়নশীল দেশ, সর্বত্র একাধিক ব্যক্তি এই রোগে আক্রান্ত। তবুও নেই পর্যাপ্ত সচেতনতা। জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
সচেতনতা ছড়াতেই বেছে নেওয়া হয়েছে বছরের একটি দিন। আজ, ১২ মার্চ বিশ্ব গ্লুকোমা দিবস। রোগ এড়াতে ঠিক কী কী করা যায়, কোন দিকে খেয়াল রাখলে সহজেই এড়ানো যাবে বিপদ। এই সমস্ত কিছু নিয়েই সচেতনতার প্রচার করা হয় এই দিনে।
গ্লুকোমা কোনও একটি নির্দিষ্ট রোগ নয়। বরং একাধিক সমস্যা ও একাধিক উপসর্গ নিয়েই একত্রে গ্লুকোমা বলা হয়। এর ফলে চোখের ভিতরের অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে চোখের দেখার ক্ষমতায় প্রভাব পড়ে।
তথ্য বলছে, ভারতে ১১ মিলিয়নের নাগরিক গ্লুকোমায় আক্রান্ত। তাঁদের মধ্যে অনেকেই ঠিকমতো চিকিৎসা করান না। প্রথম দিকে অল্প সমস্যা হলেও খেয়াল করেন না অনেকে। পরে যখন সমস্যা বেড়ে যায়, তখন আর কিছু করার থাকে না।
৪০ বছর বয়স পেরোলে অনেকেরই গ্লুকোমার সমস্যা হয়। বয়স্কদের ক্ষেত্রে বেশি সমস্যা দেখা যায়। তবে কমবয়সীরাও একেবারে বিপদমুক্ত নন। অনেক সময় শিশুদেরও এই সমস্যা দেখা যায়।
এই রোগের একাধিক উপসর্গ। অনেক সময় মাথা ব্যথা। কিছুদিন অন্তর অন্তর চোখের পাওয়ার বদল হয়। দৃষ্টিশক্তি নিয়ে নানা সমস্যার সম্মুখীন হন অনেকে। মধুমেহ থাকলে অনেকসময় গ্লুকোমার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
এটি এমনটি একটি রোগ যার নির্দিষ্ট কোনও ওষুধ নেই বলেই জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যা আছে তা প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থা। ফলে চোখ ভাল রাখতে প্রথম থেকেই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। ঠিক সময়ে ধরা পড়লে বড় ক্ষতি হওয়ার থেকে ঠেকিয়ে রাখার চেষ্টা করেন ডাক্তাররা।
চোখ নিয়ে সামান্য সমস্যা হলেই উপেক্ষা করা উচিত নয়। এখনকার দিনে কাজের জন্যই মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয় বহুক্ষণ। আরও নানা কারণে চোখের উপর চাপ পড়ে। ফলে চোখের হালকা সমস্যাও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। ছবি: pixabay
- - - - - - - - - Advertisement - - - - - - - - -