World Heart Day 2022 : হঠাৎ করেই কখন থেকে মেয়েদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ে ?
হার্ট অ্যাটাক কি জানান দিয়ে আসে ? নাকি একেবারে অতর্কিতে হানা ? আগে থেকে সতর্ক হলে কি আটকানো যায় হার্ট অ্যাটাক ? কী বলছেন বিশেষজ্ঞরা ?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহার্ট অ্যাটাকের যে শুধু এই লক্ষণই দেখা যাবে, তা নয়। বিশেষত মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক আসতে পারে অন্য সিগন্যাল দিয়েও।
চিকিৎসক অর্পণ চক্রবর্তী জানালেন, যেমন হালকা থেকে বেশি শ্বাসকষ্ট হতে পারে। যখন মনে হয়, শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে । একটু অক্সিজেন পেলে ভাল হত।
চিকিৎসক অর্পণ চক্রবর্তী জানালেন, অনিয়মিত হার্ট বিট , হঠাৎ বুক ধড়ফড়ানি হওয়াও মেয়েদের হার্ট অ্যাটাকের লক্ষণ।
কম বয়সি মহিলাদের হার্টের অসুখের প্রবণতা কম। যাঁর অন্যতম কারণ কিছু গুরুত্বপূর্ণ ফিমেল হরমোন - ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন ।
মেনোপজের আগে পর্যন্ত এই হরমোনগুলি ক্ষরণ হয় মহিলাদের শরীরে, যা হার্টকে সুরক্ষিত রাখতে একটি বর্মের মতো কাজ করে। কিন্তু মেনোপজ হলেও থমকে যায়, এই হরমোন গুলির ক্ষরণ।
ভারতে মহিলারা এখনও অবধি নিজেদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে উদাসীন। বাড়ির অন্যদের খেয়াল রাখতে রাখতে তাঁরা নিজেদের শরীরের অস্বস্তিতে সেভাবে গুরুত্বই দেন না। আর এতেই বাড়ে বিপদ।
ভারতীয় মহিলাদের হার্টের রক্তবাহিকাগুলি অনেক ছোট ছোট। গঠনগত কারণেই হার্টের যেকোনও চিকিৎসার ক্ষেত্রেই রেসপন্স করার বিষয়টি মহিলাদের একটু হলেও পুরুষদের ক্ষেত্রে কম।
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে যাওয়া , হালকা ফেন্টিং অ্যাটাক হওয়াকে হালকাভাবে নেওয়া যাবে না।
মনে রাখতে হবে, ইদানীং হার্টের সমস্যা নিয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁদের অনেকেই কমবয়সি। হার্ট অ্যাটাক থেকে মৃত্যুর সংখ্যাও বেড়েছে লক্ষণীয় হারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -