দেখে নিন আজ কী বলছে আপনার ভাগ্য
বন্ধুবেশী শত্রুর জন্য সংসারে সবার সঙ্গে অশান্তি। সন্তানের মতিগতি নিয়ে স্বামী-স্ত্রী আলোচনা। ব্যবসার ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে। খুব ভাল ভাবে চিন্তা করে তবে নতুন ব্যবসায় পা বাড়ানো উচিত। রাস্তায় বিপদের আশঙ্কা রয়েছে। বাড়িতে নতুন অতিথির আগমন। দিনের শেষের দিকে ব্যবসায় ভাল ফল পাবেন। কাজের জন্য বিদেশ যেতে হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগলা ব্যথা নিয়ে কষ্ট বাড়বে। পরিবারে কোনও সমস্যা গুরু জনের দ্বারা মিটে যেতে পারে। ব্যবসা নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেমে কষ্ট পেতে পারেন। দূরের কোনও জায়গা থেকে শোকের খবর আসতে পারে। বিনিয়োগ বেশি না করাই ভাল। কোনও প্রতিযোগিতার কাজে বাধা আসতে পারে। মায়ের জন্য চিন্তা ও খরচ বৃদ্ধি।
শরীর নিয়ে একটু সমস্যা ও খরচ বাড়তে পারে। বাড়িতে বিয়ে নিয়ে আলোচনা। ব্যবসা ভাল মন্দ মিশিয়ে চলবে। কাজের লোকের সঙ্গে বিবাদ। গুরু জনের সাহায্যে সংসারের সমস্যা থেকে উদ্ধার। জমি ক্রয়বিক্রয়ের সম্ভাবনা। প্রেমের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। বহু পরিশ্রমের খুব ভাল পারিশ্রমিক পাবেন না। স্ত্রীর শরীর নিয়ে চিন্তা থাকবে। শরীরের দিকে নজর দিন।
জমি কেনাবেচা নিয়ে কিছু সময় ব্যস্ত থাকতে হবে। পেটের সমস্যার জন্য অফিসে সময় নষ্ট। অর্থ নিয়ে সমস্যার জন্য ব্যবসায় ক্ষতি। বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন করতে পারবেন। চেষ্টায় সাফল্য মিলতে পারে। স্ত্রীর জন্য সংসারে বিবাদের সমাধান। ফাটকা ব্যবসায় লাভ হবে কিন্তু খুব সাবধান থাকতে হবে। প্রেমের ব্যাপারে তৃতীয় কাউকে নিয়ে অশান্তি। আয় ও ব্যয়ে সমতা রক্ষা করতে পারবেন না।
নতুন কাজের যোগাযোগ হতে পারে। বাড়িতে আনন্দ অনুষ্ঠান হতে পারে। কর্মস্থানে কারও সঙ্গে পরিচয় হতে পারে। চেষ্টায় সাফল্য মিলতে পারে। পায়ের সমস্যা বাড়তে পারে। শিল্পীদের জন্য ভাল সময় আসছে। অনেক দিনের কোনও আশা পূর্ণ হতে পারে। বিবাহিত জীবন ভাল-মন্দ মিশিয়ে চলতে পারে। রাস্তাঘাটে চলার সময় সাবধান থাকুন। অর্থ ভাগ্য মধ্যম।
অপব্যয়ের জন্য সঞ্চয় কম হবে। বাড়ির কাজের জন্য কাজে ব্যাঘাত। শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। কাজের জন্য নতুন কোনও চেষ্টা। সন্তানের পড়াশোনার জন্য নতুন চিন্তা। আশা পূর্ণ না হওয়ায় বেকারদের হতাশা আসতে পারে। বুদ্ধির ভুলের জন্য বিপদ। সন্দেহ করায় স্ত্রীর সঙ্গে বড় অশান্তি। আর্থিক চাপ আসতে পারে। শিল্পীদের জন্য খুব ভাল সময়। প্রেমে আনন্দ পাবেন।
শরীর নিয়ে একটু চাপ থাকতে পারে। বন্ধুবেশী শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। সন্তানের ব্যবহারে মানসিক কষ্টের আশঙ্কা। ব্যবসায় কর্মচারী নিয়ে বিবাদের আশঙ্কা। ভাল করে ভেবে বাড়তি আয়ের পথে পা বাড়ান। স্ত্রীর শরীর নিয়ে খরচ বাড়তে পারে। বাড়িতে অতিথি নিয়ে বিবাদ। বিয়ে নিয়ে কোনও আলোচনা না করাই ভাল হবে। মহিলাদের প্রতি আবেগ বাড়তে পারে।
কিছু অল্প সময়ের জন্য শরীর খারাপ হতে পারে। চাকরির জন্য নতুন কোনও খবর আসতে পারে। কোনও অধস্তন কর্মচারীর থেকে উপকার পেতে পারেন। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। একটু ধার হতে পারে। সন্তানের বিয়ে নিয়ে চিন্তা থাকবে। নিজের অধিকার নিয়ে সজাগ থাকতে হবে। পড়াশোনায় খুব ভাল ফলের আশা করা যায়। দিনের শেষের দিকে কিছু পরিবর্তন আসতে পারে। স্ত্রীর উপর অভিমান বাড়বে।
যাঁরা কাপড়ের ব্যবসা করেন, তাঁদের জন্য শুভ সময়। টিউমার নিয়ে সমস্যা বাড়তে পারে। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন। ব্যবসায় অর্থ লাগাতে পারেন। বিয়ের জন্য শুভ সময় আসছে। প্রতিবেশীর সঙ্গে সমস্যার সমাধান। অর্থ সমস্যা একটু একটু করে কাটবে। বিবাহিত জীবন ভাল কাটবে। অপরের সুখের জন্য নিজের আনন্দ।
কর্মস্থানে বহু পুরনো সমস্যা মিটে যাবে। ব্যবসায় খুব ভাল ফল পাবেন, কিন্তু দিনের শেষের দিকে খরচ বেড়ে যাওয়ায় সঞ্চয় কম হবে। সংসারের সমস্যা মেটাতে গিয়ে নাজেহাল হতে হবে। ব্যস্ততার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। যানবাহনের জন্য খরচ বাড়বে। বাবার সঙ্গে মতের অমিল। ভুল কথা বলার জন্য মাসুল গুনতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে।
বাজে লোকের সঙ্গে থাকার জন্য বদনাম হওয়ার আশঙ্কা। কাজের জায়গায় জটিলতা কেটে যাবে। শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। পেটের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়তি উপার্জন করার আগে বার বার চিন্তা করুন। দিনের মধ্য ভাগে অতিরিক্ত কাজের চাপের জন্য শরীর নিয়ে কষ্ট। ভ্রমণ নিয়ে বাড়তি চিন্তা। সন্তানের পড়াশোনার জন্য আনন্দ বাড়তে পারে। স্ত্রীর জন্য শুভ খবর।
বাড়িতে কোনও আত্মীয় আসায় আপনার উপকার হতে পারে। ধর্মস্থানে কিছু অর্থ দান করতে হতে পারে। শেয়ার বাজারে না যাওয়াই ভাল হবে। শরীরের জন্য বড় খরচ হতে পারে। সন্তানকে নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ। শরীরের পরিশ্রম বৃদ্ধি পাবে। মাথা গরমের জন্য কাজের ক্ষতি হতে পারে। প্রেমে বাধায় মানসিক অবসাদ আসবে। কর্মস্থানে বাধা পাবেন। স্ত্রীর জন্য খরচ বাড়বে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -