করোনা-কোয়ারান্টাইন: কীভাবে সময় কাটাচ্ছেন বিরাট-অনু্ষ্কা, রণবীর-দীপিকা, নিক-প্রিয়ঙ্কারা? দেখে নিন
1/7
নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়াও নিভৃতে সময় কাটাচ্ছেন।
2/7
এরই ফাঁকে করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারও করছেন তাঁরা।
3/7
বিরাট কোহলি-অনুষ্কা শর্মা। ঘরে বসে সময় কাটানোর এমন সুযোগ খুব বেশি জোটে না তাঁদের।
4/7
শাহিদ কপূর ও মীরা রাজপুত। শ্যুটিং বন্ধ, শাহিদ এখন বাড়িতেই।
5/7
6/7
বিপাশা বসু আর কর্ণ সিংহ গ্রোভারও আনন্দে সময় কাটাচ্ছেন।
7/7
চিকিৎসকরা বলছেন দূরে দূরে থাকতে। কিন্তু রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন সেই অনুরোধে খুব একটা কান দিচ্ছেন না বোধহয়।
Published at :