Shani Dev: মাঘী পূর্ণিমায় শনির দৃষ্টি, কী করলে এড়ানো যাবে বড় ঠাকুরের রোষ
যারা শনিবার উপবাস করেন তাদের উপর শনির অশুভ প্রভাব কমে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাড়ে সাতি ও ধাইয়ার সময় কাউকে আর্থিক, মানসিক ও শারীরিক সমস্যায় পড়তে হয় না।
শনির কষ্ট থেকে শান্তি পেতে শনির মন্ত্র, মহামৃত্যুঞ্জয় জপ করলে শুভ ফল পাওয়া যায়, বিশ্বাস এমনটাই।
সন্ধ্যায় শনি পূজা করুন, তবেই পূজার উপবাস ফলদায়ক হয়।
শনিদেব শমী গাছে বাস করেন। শনিবার এই গাছের পুজো করে বাড়িতে লাগানো শুভ বলে মনে করা হয়।
এটি নেতিবাচকতা দূর করে এবং দেবী লক্ষ্মী বাড়িতে আসেন।
শনিবার মাংস, অ্যালকোহল বা মসুর ডাল সেবন করবেন না, কারণ এটি আপনার জীবনকে ঝামেলায় পূর্ণ করে তোলে। শনি সেই সমস্ত লোকদের উপর ক্রুদ্ধ হন যারা মেথর, প্রবীণ, ঈশ্বর, পশু এবং পাখিদের অপমান ও হয়রানি করে। এমন অবস্থায় ভুল করেও এই কাজটি করবেন না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -