এক্সপ্লোর
IND vs ENG: সাড়ে ছয় ফুটের উচ্চতা, পেয়েছিলেন কিংবদন্তি ওয়ার্নের গুরুমন্ত্রও, কে এই শোয়েব বসির?
Shoaib Bashir: ২০২৩ সালে প্রথমবার ইংল্য়ান্ড লায়ন্স ক্রিকেট দলে সুযোগ পান। আফগানিস্তান বি দলের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে সেই ম্য়াচে ১৫ ওভার বল করে ৪২ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন।

ওয়ার্নের ক্লাসে বালক বসির (ছবি সোশ্য়াল মিডিয়া)
1/10

রাঁচি টেস্টের দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বসিরকে নিয়ে আলোচনা চারিদিকে। টানা ৪ উইকেট তুলে নিয়েছেন ভারতের।
2/10

ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে ভারতের স্কোর দ্বিতীয় দিনে ২১৯/৭। শোয়ব ৩২ ওভারে ৮৪ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়েছেন।
3/10

সারেতে জন্ম হলেও বসিরের বাবা মা পাকিস্তানের। পরবর্তীতে ইংল্যান্ডে চলে আসেন তাঁরা।
4/10

রাজস্থান রয়্যালসের লন্ডনে যে অ্যাকাডেমি, সেখানে প্রয়াত শেন ওয়ার্নের সান্নিধ্যে এসেছিলেন। সেখানে কিংবদন্তি লেগস্পিনারের থেকে গুরুত্বপূর্ণ টিপসও পেয়েছিলেন তরুণ এই স্পিনার।
5/10

২০১৯ সালের ফেব্রুয়ারিতে শেন ওয়ার্নের সঙ্গে কথা হয়েছিল শোয়েব বসিরের। মাত্র ১৬ বছর বয়স ছিল তাঁর।
6/10

৬ ফুট ৪ ইঞ্চির বসির ইংল্যান্ডের হয়ে ভারতের মাটিতে টেস্ট অভিষেক করেন। আন্তর্জাতিক ক্রিকেটে বসিরের প্রথম শিকার ভারত অধিনায়ক রোহিত শর্মা।
7/10

রাঁচি টেস্টের দ্বিতীয় দিনে শোয়েবের প্রথম শিকার হন শুভমন গিল। এরপর রজত পাতিদার, যশস্বী জয়সওয়াল ও রবীন্দ্র জাডেজাকে ফিরিয়ে দেন তিনি।
8/10

২০২২ সালে সমারসেটের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে, বশির গিল্ডফোর্ডের হয়ে ক্লাব ক্রিকেট , সারে এবং মিডলসেক্সের সাথে বয়সভিত্তিক ক্রিকেট এবং বার্কশায়ারের হয়ে মাইনর কাউন্টি ক্রিকেট খেলেছিলেন।
9/10

২০২৩ সালে প্রথমবার ইংল্য়ান্ড লায়ন্স ক্রিকেট দলে সুযোগ পান। আফগানিস্তান বি দলের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে সেই ম্য়াচে ১৫ ওভার বল করে ৪২ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন।
10/10

৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার একজন অফ-স্পিনারের জন্য তিনি অপেক্ষাকৃত লম্বা। উচ্চতা থাকা সত্ত্বেও তিনি কখনও পেস বোলিং করার চেষ্টা করেননি ।
Published at : 24 Feb 2024 07:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
