বাজেট ২০০০ টাকা? তার কমেই অ্যামাজনে পেয়ে যাবে দুর্দান্ত কয়েকটি ইয়ারবাডস, রইল তালিকা
Boult Audio Z40 TWS- এই ইয়ারবাডস অ্যামাজন থেকে ১৩৯৯ টাকায় কেনা যাবে। এই ইয়ারবাডসের দামে রয়েছে ৭২ শতাংশ ছাড়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসে রয়েছে ১০ মিলিমিটারের rich bass drivers এবং তার সঙ্গে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট।
চার্জিং কেস সমেত এই ইয়ারবাডস একটানা প্রায় ৬০ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। গেম খেলার জন্য এই ইয়ারবাডসে রয়েছে লো ল্যাটেন্সি মোড।
Boat Airdops 170 TWS- অ্যামাজনে এই ইয়ারবাডসের দামে রয়েছে ৬৭ শতাংশ ছাড়। এই ইয়ারবাডস কেনা যাবে ১৪৯৯ টাকায়। এই ডিভাইসে রয়েছে ১৩ মিলিমিটারের ড্রাইভার্স।
এই ইয়ারবাডসের সঙ্গে যুক্ত রয়েছে কোয়াড মাইক্রোফোন। প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম পাওয়া যাবে এখানে। গেম খেলার জন্য এখানেও রয়েছে লো ল্যাটেন্সি মোড। এই ইয়ারবাডস একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
Noise VS104 Max TWS earbuds- নয়েজের এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস অ্যামাজন থেকে ১৭৯৯ টাকায় কিনতে পারবেন। এই ইয়ারবাডসে রয়েছে কমপ্যাক্ট পকেট ফ্রেন্ডলি ডিজাইন। এখানে রয়েছে ১৩ মিলিমিটারের ড্রাইভার্স।
এই ইয়ারবাডসের সঙ্গে যুক্ত রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। নয়েজ সংস্থা দাবি করেছে এই ইয়ারবাডসে ৪৫ ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেটাইম পাওয়া যাবে।
এই ডিভাইসে রয়েছে ইনস্টাচার্জ ফিচার। মাত্র ১০ মিনিট চার্জ দিলে ১৮০ মিনিটের প্লেব্যাক পাওয়া যায়।
OnePlus Nord Buds 2r TWS- ওয়ানপ্লাসের এই ইয়ারবাডসও কেনা যাবে ১৭৯৯ টাকায়। অ্যামাজনে এই ইয়ারবাডসের দামে থাকছে ২২ শতাংশ ছাড়।
এখানে ১২.৪ মিলিমিটারের ড্রাইভার্স রয়েছে। এছাড়াও এই ইয়ারবাডসে রয়েছে কোয়াড মাইক্রোফনের সাপোর্ট। এই ইয়ারবাডসে ২৮ ঘটা পর্যন্ত মিউজিক প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -