করোনা ভাইরাসের জেরে স্তব্ধ জনজীবন। এর প্রভাব পড়েছে চাকরি থেকে ক্রীড়া, বিনোদন, চাকরি সমস্ত জগতেই। পরিবারের থেকে আলাদা রয়েছেন বহু তারকাই। ভক্তদের সঙ্গে বা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন তাঁরা।
2/7
তিনি আরও লেখেন, শিখর ধবনের সঙ্গেও ডিনারে যেতে পারেন তিনি। কারণ শিখর খুব মজার মানুষ। তিনি হিন্দি ও তামিল বলতে পারেন।
3/7
সম্প্রতি ইনস্টাগ্রামে এক ভক্তকে একটা আকর্ষণীয় উত্তর দেন চেন্নাই সুপার কিংস-এর ব্যাটসম্যান মুরলী বিজয়।
4/7
বর্তমানে মহেন্দ্র সিং ধনীর সঙ্গে চেন্নাই সুপার কিংস-এ খেলছেন তিনি।
5/7
অস্ট্রেলিয়ার ক্রিকেটার এলিসি পেরির সঙ্গে ডিনার ডেটে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।
6/7
ক্রিকেট দুনিয়াতে সম্প্রতি একটা বেশ মজার ঘটনা ঘটেছে। মহিলা ক্রিকেটারের সঙ্গে ডিনার ডেটে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করছেন ভারতীয় ক্রিকেটার।
7/7
মুরলী লেখেন, এলিসি পেরির সঙ্গে ডিনার ডেটে যেতে চান তিনি। কারণ তিনি নাকি ভীষণ সুন্দরী।