যদিও দীপিকা প্রিয়ঙ্কার মত মার্কিন টিভি সিরিজে অভিনয় করেননি, বার করেননি গানের অ্যালবাম।
2/8
অন্যান্য নানা ক্ষেত্রেও দীপিকা-প্রিয়ঙ্কার তুমুল লড়াই চলছে। দুজনেই বলিউড থেকে হলিউডে পা দিয়েছেন। যদিও সাফল্যের নিরিখে দীপিকা একটু এগিয়ে, তাঁর ছবি ট্রিপল এক্স: দ্য রিটার্ন অফ জেন্ডার কেজ বক্স অফিসে হিট করেছে। প্রিয়ঙ্কার ছবি বেওয়াচ পড়েছে মুখ থুবড়ে।
3/8
কিন্তু রোকা অনুষ্ঠানের পর থেকে তাঁকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন প্রিয়ঙ্কা। তাঁর ফলোয়ার সংখ্যা এখন ২ কোটি ৬০ লক্ষের বেশি। উল্টোদিকে দীপিকার ফলোয়ার ২ কোটি ৫০ লক্ষ ছাড়িয়েছে।
4/8
দীপিকা পাড়ুকোন এতদিন ছিলেন ইনস্টাগ্রামে সবথেকে বেশি ফলোয়ার থাকা বলিউড নায়িকা। ২ মাস আগে পর্যন্ত প্রিয়ঙ্কার থেকে ফলোয়ার সংখ্যায় এগিয়ে ছিলেন তিনি।
5/8
6/8
দুজনেই বিয়ে করতে চলেছেন এ বছর। প্রিয়ঙ্কা বিয়ে করবেন নিক জোনাসকে, দীপিকা রণবীর সিংহকে।
7/8
সোশ্যাল মিডিয়ায় এই খবর নিয়ে তুমুল আলোচনা চলেছে। কিন্তু আসল কথা কী জানেন?