কলকাতা: রাহুকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত নিষ্ঠুর গ্রহ হিসেবে বিবেচনা করা হয়েছে। রাহু যদি কুণ্ডলীতে শুভ অবস্থানে থাকে, তাহলে সেই ব্যক্তি রাতারাতি রাজা হয়ে যায়। রাহু গ্রহ যদি জন্মকুণ্ডলীতে উচ্চপদস্থ হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়। রাহু তার বন্ধুত্বপূর্ণ গ্রহগুলির জন্য শক্তিশালী, এমনটাই বলা হয়ে থাকে।                         


রাহু যদি কুণ্ডলীতে দুর্বল থাকে তাহলে সেই ব্যক্তিকে প্রতিটি কাজেই কষ্ট ভোগ করতে হয় । শাস্ত্র অনুসারে, রাহু গ্রহ ভগবান ভৈরব দেবের প্রতিনিধিত্ব করে। অন্যদিকে জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাহুর অশুভ প্রভাবের কারণে জাতকদের নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়। 


জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু ও কেতুর কারণে জন্মকুণ্ডলীতে কাল সর্প দোষের উদ্ভব হয়। একজন মানুষকে জীবনের প্রতিটি পর্যায়ে এর প্রভাব বহন করতে হয়। যদিও রাহু জাতকদের শুভ ও অশুভ ফল দেয়। রাহু গ্রহকে শান্ত করার ব্যবস্থা নিলে, রাহুর দোষ থেকে দেশবাসী মুক্তি পায়। আসুন জেনে নিই রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচার উপায় কী কী? 


যাদের রাশিতে রাহু অবস্থান করছে তাদের নীল রঙের পোশাক পরা উচিত। অ্যালকোহল এবং মাংস খাওয়া উচিত নয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মা দুর্গার পূজা করুন। ভৈরব দেবের আরাধনা করে বিশেষ উপকারও পাবেন। রাহুর অশুভ অবস্থা এড়াতে বুধবার রাহু সম্পর্কিত জিনিস দান করতে হবে। যেমন যব, সরিষা, মুদ্রা, সাত ধরনের শস্য, গোমেদ রত্নপাথর, নীল বা বাদামী কাপড় এবং কাচের যে কোনো জিনিস।


আরও পড়ুন, মাসের শেষে চরম অর্থাভাব, সঙ্কট? এক টুকরো কর্পূরেই এবার কেল্লাফতে


যারা রাহু আক্রান্ত তাদের গোমেদ পাথর পরিধান করা উচিত। এই পাথর পরিধান করলে দেশবাসী রাহু দোষ থেকে মুক্তি পায় এবং খুব ভালো ফল পাওয়া যায়। জীবনে ইতিবাচকতা আনতে, সম্পদ বৃদ্ধি করতে, আকস্মিক বাধা ও রোগ থেকে বাঁচতে রাহু যন্ত্রের পূজা করা উচিত। 


 


ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com এমন কোনও ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।