অযোধ্যা :  সোমবার সারাদেশ মেতেছিল রঙিন উৎসবে। দেশের বিভিন্ন তীর্থস্থানে হোলি সেলিব্রেশন ছিল দেখার মতো। বিশেষত রাম জন্মভূমি অযোধ্যার হোলি এবার ছিল অত্যন্ত বিশেষ। কারণ ৫০০ বছরের অপেক্ষার পর অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে পূজিত হচ্ছেন রামলালা এই বছর ২২ জানুয়ারি থেকেই।  তাই এবার রামলালার হোলি ছিল বিশেষ। 


রাম মন্দিরের হোলি


উদ্বোধনের পর থেকেই অযোধ্যায় দেশ বিদেশের ভক্ত সমাবেশ। আর দেশের যেখানে যেখানে শ্রীকৃষ্ণ বা তাঁর অবতারের পুজো হয়, সেখানে হোলি উৎসব একটু বেশিই উৎসাহ সহকারে পালিত হয়। রাম মন্দিরের হোলি নিয়ে অযোধ্যায় এবার নেমেছিল আনন্দের ঢল। শত শত ভক্ত রামলালার দর্শনে সমাগত হন।


 শত শত মানুষের সমাগম


ভক্তদের মতে, ভগবান শ্রী রামলালাও দীর্ঘ ৪৯৫ বছর পর তাঁর ভবনে হোলি খেললেন। এই মুহূর্তের সাক্ষী থাকতে সময় দেশ-বিদেশের শত শত মানুষ মন্দিরে উপস্থিত ছিলেন। হোলির সকালে অযোধ্যার মন্দিরে রামলালার চরণে আবির ও গুলাল নিবেদন করে প্রথমে হোলি খেলার অনুমতি চাওয়া হয়। এরপরই রঙের উৎসবের আনন্দে মেতে ওঠে গোটা অযোধ্যা।


৫৬ ধরনের ভোগ নিবেদন


রামলালার দরবারে, পুরোহিতরা রামলালাকে ফুলে ফুলে সাজিয়ে তোলেন। চারিদিক থেকে হয় পুষ্পবৃষ্টি। একটি সর্বভারতীয় হিন্দি ওয়াবসাইট, 'অমর উজালা' জানাচ্ছে, রামলালার বিগ্রহের উপর ফুল বর্ষণ করেন পূজারিরা। তারপর মূর্তির সঙ্গেই হোলি খেলা হয়। তাঁকে বিশেষ ভোগ নিবেদন করা হয় এদিন। তাঁকে সাজিয়ে দেওয়া হয়  আবির গুলালে। এদিন তাঁকে ৫৬ ধরনের ভোগ নিবেদন করা হয়েছিল। 


পুরোহিত রামলালার উদ্দেশ্যে হোলির বিশেষ সঙ্গীতও পরিবেশন করেন।  একই সঙ্গে রাম জন্মভূমি কমপ্লেক্সে রামলালাকে দর্শন করতে আসা ভক্তদেরও হোলির গানে নাচতে, গাইতে দেখা যায়। বলা যায়, এদিন গোটা রামনগরীই ছিল উৎসবের মেজাজে। নয়নাভিরাম সাজে সেজে উঠেছিল অযোধ্যা। 


এই বছর অভিষেকের পর এটাই প্রথম হোলি শিশু-রামচন্দ্রের । তাঁর মোহন মূর্তি এদিন ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়। কপালে লাগানো হয় গুলাল।  রামলালার মূর্তিতে চোখ আটকে যায় সকলের । রবিবার থেকেই বিপুল সংখ্যক ভক্ত রামলালার দরবারে পৌঁছে গিয়েছেন ।  


আরও পড়ুন :                    


ভস্ম আরতি চলাকালীন উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিধ্বংসী আগুন ! অগ্নিদগ্ধ ১৩