নয়াদিল্লি : হাতে আর কয়েকটা দিন। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠান। সেদিন রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে রাম লালার মূর্তি। যাকে 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠান বলা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে অনুষ্ঠানের পবিত্রতা রক্ষার চেষ্টায়, একাধিক রাজ্য ২২ জানুয়ারিকে "Dry Day" ঘোষণা করেছে।


প্রসঙ্গত, যেদিন মদ বিক্রি নিষেধ থাকে, সেই দিনকে "Dry Day" বলা হয়। এই ধরনের নিষেধাজ্ঞা প্রায়শই নির্দিষ্ট অনুষ্ঠান, ছুটির দিন বা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আরোপ করা হয়ে থাকে যাতে শান্তির প্রচার করা হয় এবং দিনের তাৎপর্যকে সম্মান জানানো যায়। মদের দোকান ছাড়াও, পাব ও রেস্তোরাঁয় অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশন করা যায় না। 


২২ জানুয়ারি কোন কোন রাজ্য Dry Day ঘোষণা করেছে ?


ছত্তীসগঢ়- সম্প্রতি বিধানসভা ভোটে জিতে এ রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। ২২ জানুয়ারি তারাই প্রথম ড্রাই ডে ঘোষণা করে। গত সপ্তাহেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাঁই। তিনি মন্তব্য করেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে ২২ জানুয়ারি গোটা রাজ্যে Dry Day থাকবে।


অসম- রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পর সেরাজ্যের পর্যটনমন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া ঘোষণা করেন, রাম মন্দির উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে, অসম সরকার সিদ্ধান্ত নিয়েছে ২২ জানুয়ারি Dry Day করা হবে।


উত্তরপ্রদেশ- মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 'প্রাণ প্রতিষ্ঠ'-র দিনে রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ দেওয়ায় উত্তরপ্রদেশ সরকারও Dry Day-র জন্য নির্দেশ জারি করেছে। তিনি জোর দিয়ে বলেন, দিনটি ‘জাতীয় উৎসবের’ মতো পালিত হবে। ২২ জানুয়ারি রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। 


প্রসঙ্গত, অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে চাহিদা বাড়ছে ভগবান রাম ও হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকার। ২২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে ফেলা হবে অযোধ্যাকে। তাই আগেভাগেই রাম লালা দর্শনে আশ-পাশের জেলা থেকে আসছেন বহু ভক্ত। সঙ্গে সারছেন বিকিকিনিও। নানা পণ্যদ্রব্যের পাশাপাশি সেই তালিকাতেই থাকছে রাম-হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকা। আর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই কার্যত ধর্মীয় আবেগে ভাসছে এই মন্দির-শহর। স্থানীয়দের কথায়, "অযোধ্যা রামময় হয়ে উঠছে।" 


স্থানীয় দোকানদাররা বলছেন, ভগবান রাম, আসন্ন রাম মন্দির, জয় শ্রী রাম লেখা স্লোগান ও হনুমানের ছবি দেওয়া গেরুয়া পতাকা প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন চারচাকা গাড়িতেও। কাজেই এইসব পতাকার চাহিদাও বাড়ছে।