নয়া দিল্লি: চৈত্র নবরাত্রি ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে। নবরাত্রির সময়ে নয় দিন ধরে দেবী মায়ের রূপের পুজো করা হয়। উৎসব চলাকালে মায়ের ভক্তরা নয় দিন ধরে দেবীর নয়টি ভিন্ন রূপের পুজো করেন। এই সময় ভক্তরাও উপবাসের কিছু নিয়ম মেনে চলেন। 


কিন্তু, নবরাত্রির সময় দেবীর গৃহে প্রবেশের আগে পাঁচটি বিশেষ কাজ সম্পন্ন করতে হবে। নবরাত্রির আগে যদি এই বিশেষ কাজগুলি সম্পন্ন করা হয়, তাহলে ভক্তের উপর মাতৃদেবীর অসীম আশীর্বাদ থাকে। আসুন জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ কাজগুলো কী কী। 


১। নবরাত্রির শুভ উৎসব আসার আগে ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতা খুবই জরুরি। দেবী মাতৃগৃহে আসার আগে ঘর ভালো করে পরিষ্কার করুন। কথিত আছে, ময়লাযুক্ত ঘরে মাকে প্রতিষ্ঠা করলে ভক্তরা তার আশীর্বাদ পান না। ঘর পরিষ্কার করার পর সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন।


২। সনাতন ধর্মে স্বস্তিকের বিশেষ গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। এমনটা করা যাক যে মূল দরজায় স্বস্তিকা তৈরি করলে মায়ের আশীর্বাদ সবসময় থাকে। নবরাত্রিকে স্বাগত জানানোর আগে দরজায় স্বস্তিকা তৈরি করা নিশ্চিত করুন। এছাড়াও, বাড়ির মন্দির এবং মূর্তি স্থাপনের জায়গায় স্বস্তিক তৈরি করতে ভুলবেন না।


৩। ঘর ভালো করে পরিষ্কার করার পর উপবাসের উপকরণ আনা শুরু করুন। নবরাত্রির নয় দিনের উপবাসের সময়, গমের আটা, শ্যামা চাল, ময়দা, সাবু, সৈন্দব নুন, ফল, আলু, বাদাম, চিনেবাদাম ইত্যাদি জিনিসগুলি আগে থেকে গুছিয়ে রেখে দিন।


৪। নবরাত্রিতে রঙেরও বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় যে নবরাত্রির সময় কালো বা গাঢ় রঙের পোশাক পরা উচিত নয়। সনাতন ধর্মে কালো রংকে অশুভের প্রতীক মনে করা হয়। এ সময় হলুদ, লাল বা হালকা রঙের পোশাক পরুন। 


আরও পড়ুন, অর্থাভাব থেকেই যাচ্ছে জীবনে? মঙ্গলবারে এই পদ্ধতিতে হনুমানজিকে স্মরণ করলে মিটতে পারে সমস্যা 


 


 


ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com এমন কোনও ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।