অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : নামেই পুজোর প্যান্ডেল। দেখলে মনে হবে মেট্রোর কামরা। গঙ্গার তলা দিয়ে যাওয়া মেট্রোকে এবার পুজোয় তুলে এনেছে জগৎ মুখার্জি পার্ক সাধারণ দুর্গোৎসব। জিতে নিয়েছে প্রযুক্তি ভাবনায় সেরার পুরস্কার।


এবছর ৮৮ বছরে পা দিয়েছে জগৎ মুখার্জি পার্ক সাধারণ দুর্গোৎসব। তাদের এবছর পুজোর থিম- প্ল্যাটফর্ম হাওড়া ময়দান। আন্ডার ওয়াটার মেট্রো বা গঙ্গার তলা দিয়ে যে মেট্রো চালু হয়েছে সেটাকেই তারা তুলে ধরেছে। এর মাধ্যমে তারা গঙ্গা দূষণের বিরুদ্ধে একটা বার্তাও দিতে চেয়েছে। এই মণ্ডপের ভিতরে ঢুকলেই মনে হবে মেট্রো স্টেশনে পৌঁছে গেছেন। রয়েছে এসকেলেটরও।


এক পুজো উদ্যোক্তা বলেন, আমাদের পোশাকি নাম, প্ল্যাটফর্ম হাওড়া ময়দান। আমরা দেখাচ্ছি, ৪০ বছরে আমরা যে প্রথম মেট্রো পেয়েছি, কলকাতা এবং হাওড়া দুটো শহরকে যে গঙ্গার তলা দিয়ে জুড়ে ফেলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে মা গঙ্গা। সচেতনতারও একটা বার্তা দেওয়া হয়েছে। যাতে মানুষ গঙ্গাকে পরিষ্কার রাখতে আরও সচেতন হন। 


প্রতিমাও গড়ে তোলা হয়েছে অপরূপ। মকর বাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে। থিমের সঙ্গে সাযুজ্য রেখেই গড়া হয়েছে প্রতিমা। আর এসবের কারণেই এবিপি আনন্দ শারদ আনন্দ সম্মান ২০২৪...প্রযুক্তি ভাবনায় সেরা পুজো হিসাবে পুরস্কার জিতে নিয়েছে এই জগৎ মুখার্জি পার্ক সাধারণ দুর্গোৎসব। 


সোমবার চতুর্থী। ইতিমধ্যেই ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছে। মণ্ডপে মণ্ডপে থিকথিকে ভিড়। নতুন ব্যাগ, অ্যাকসেসরিজের সঙ্গে পুজো পরিক্রমার সঙ্গী ছাতাও। চতুর্থী , পঞ্চমী কি ভাসবে বৃষ্টিতে ? আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আবহাও দফতর জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি কোনও কোনও জেলার কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি হতে পারে পুজোর দিনগুলিতে। তবে রাতে ও সকালের দিকে আবহাওয়ার সামান্য আরামদায়ক হতে পারে। 


পুজোর মধ্যে স্থানীয়ভাবে দু'-এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিক্ষিপ্তভাবেই দু'-এক জায়গায় হালকা বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। একটানা বৃষ্টিও হবে না কোথাওই। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সোমবার দুপুরের পর থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।