দীপ মজুমদার, কলকাতা : অপেক্ষা আর কয়েক দিনের। তারপরেই শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠবে বাঙালি। দরজায় কড়া নাড়ছে দুর্গাপুজো ২০২৪ (Durga Puja 2024)। দেবী দুর্গা এ বছর আসছেন দোলায়। আর যাবেন ঘোড়ায়। বিভিন্ন বাহন বেছে নিয়ে মায়ের এই আগমন ও গমনের তাৎপর্য কী ? কীভাবে এর বিচার করা হয় ? পৃথিবীতে তার ফল-ই বা কী হয় তা জানালেন সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা আকাদেমির অধ্যক্ষ ডঃ জয়ন্ত কুশারী । এই প্রতিবেদনের তথ্য তাঁর সঙ্গে কথা বলেই তুলে ধরা। এনিয়ে তিনি কী জানালেন দেখে নেওয়া যাক...


রবিশশী গজারূঢ়া, 
শনিমঙ্গলে চ ঘোটকে। 
গুরৌশুক্রে চ দোলায়াং,
নৌকায়াং বুধবাসরে। 


অর্থাৎ, এটার মধ্যে দিয়ে বলা হল, মা দুর্গার আগমন এবং গমন কীভাবে আমরা বিচার করব-



  • যদি দেবী দুর্গা রবিবার এবং সোমবার আসেন অথবা যান...তাহলে তিনি হাতিতে আসবেন এবং হাতিতে যাবেন। অর্থাৎ, বাহন হিসাবে হাতিকে বেছে নেবেন। 

  • দুর্গা মা যদি মঙ্গলবার এবং শনিবারে আসেন অথবা যান, তাহলে ঘোটক অর্থাৎ ঘোড়ায় যাবেন এবং আসবেন। 

  • বৃহস্পতিবার আর শুক্রবারে আগমন ও গমনের জন্য তিনি বেছে নেন দোলা। 

  • আর বুধবারে এলে বা গেলে দেবী আরোহণ করেন নৌকায়।   


এই বাহন বেছে নেওয়ার ফল পৃথিবীতে কীভাবে আমরা ভোগ করব ?


গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা। 
ছত্রভঙ্গস্তুরঙ্গমে। 
দোলায়াং মড়কং ভবেৎ।
নৌকায়াং জলবৃদ্ধি শস্যবৃদ্ধিশ্চ।



  • অর্থাৎ, হাতি'তে এলে বা গেলে পৃথিবী হবে সুজলা-সুফলা-শস্যশ্যামলা।

  • মা ঘোড়ায় এলে বা গেলে ছত্রভঙ্গ হবে। 'স্তুরঙ্গম' শব্দের অর্থ- 'ঘোড়া'। মঙ্গল অথবা শনিবারে যদি মা আসেন এবং যান তাহলে ঘোড়াকে বেছে নেবেন। এর ফল হবে ছত্রভঙ্গ। অর্থাৎ, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ছত্রভঙ্গ হবে। প্রকৃতিতেও একটা লন্ডভন্ড ভাব দেখতে পাওয়া যাবে। এর প্রভাব রাজনীতিতেও পড়বে। রাষ্ট্রে-গোটা পৃথিবীজুড়েও পড়বে। মানুষের সঙ্গে মানুষের দূরত্ব, সম্পর্কে একটা পাঁচিল তৈরি হবে। একের সঙ্গে অন্যের ছত্রাকারভাব লক্ষ্য করা যাবে।

  • দোলা'তে যদি মা আসেন অথবা যান তাহলে মড়ক দেখা দেবে। অর্থাৎ, সেই সময়ে চারিদিকে মৃত্যুমিছিল দেখা যাবে। অবাঞ্চিত ঘটনা ঘটবে। অকালমৃত্য হবে, লোকক্ষয় হবে। দৈব দুর্বিপাক ঘটবে। সেটা- ভূমিকম্প, জলোচ্ছ্বাস হতে পারে। অগ্ন্যুৎপাত হতে পারে। এর ফলে মানুষের মৃত্যুমিছিল দেখা দেবে।

  • আর দেবী যদি আসা-যাওয়ার ক্ষেত্রে নৌকা'তে সওয়ার হন তাহলে জলবৃদ্ধি ও শস্যবৃদ্ধি হবে। মাটির যে জলস্তর নেমে গেছে, সেটা খুব আতঙ্কজনক। সেই জায়গায় দাঁড়িয়ে মা নৌকায় এলে বা গমন করলে জলবৃদ্ধি হবে। অর্থাৎ, জলস্তর বাড়বে। শস্যও বাড়বে। সুজলা-সুফলা হবে গোটা পৃথিবী।


দুর্গাপুজো ২০২৪- 


মা এ বছর আসছেন দোলায়। ইতিমধ্যেই একটা অবাঞ্চিত ঘটনা দেখা গেছে। আরজি কর কাণ্ড। যা গোটা পৃথিবীকে আলোড়িত করেছে। এই ঘটনাটা মায়ের দোলায় আসার ফলেই। তবে, দোলাটা তিনি (দেবী দুর্গা) রেখে যাচ্ছেন। তিনি যাচ্ছেন ঘোড়ায় । ঘোড়া নিয়ে যাওয়াটা স্বস্তির কথা। আগামী চৈত্র মাস অবধি মৃত্যুমিছিল বা এইসব যে অবাঞ্চিত ঘটনা ঘটছে...সেগুলো বিচ্ছিন্নভাবে হলেও ঘটবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।