দুষ্টের দমন আর সৃষ্টের পালনই ভগবানের কাজ। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে (Arjun) যখন তিনি অধর্মের বিরুদ্ধে অস্ত্র ধরতে বলেছেন, তখন নানাভাবে তিনি তাঁকে উৎসাহিত করেছেন। কখনও আত্মার স্বরূপ বুঝিয়ে, কখনও আবার নিজের স্বরূপ দর্শন করিয়ে। গীতার (Bhagvad Gita) চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞানকর্মসন্ন্যাসযোগ-এ ভগবান (Religion) তাঁর স্বরূপ দর্শন করিয়েছেন কৌন্তেয় অর্জুনকে। ভগবান কোন সময়ে আবির্ভূত হন, ঠিক কোন সময় তিনি বেছে নেন পৃথিবীতে আসার জন্য তা বলেছেন তিনি। এই অধ্যায়ের ৭ নম্বর শ্লোকে ভগবান পার্থকে বলেছেন,
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত । অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্ ৷৷ ৭
অর্থাৎ, যখনই বিশ্বে ধর্ম সঙ্কটাপন্ন হয়, অধর্মের বাড়বাড়ন্ত হয়, তখন ভগবান কোনও না কোনও অবতারে সামনে আসেন। কড়া হাতে অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করেন।যখনই ধর্মের হানি এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি অর্থাৎ সাকার দেহ ধারণ করে লোকের সামনে প্রকটিত হই ৷
অনেকেই প্রশ্ন করেন, কত বছর পর পর ভগবানের কোনও অবতার পৃথিবীর বুকে অবতীর্ণ হন। গীতা বলছে, ভগবানের অবতারত্ব গ্রহণের কোনও নির্দিষ্ট সময়কাল হয়না। এমন কোনও নির্দিষ্ট সময় নেই যে অমুক যুগে, অমুক বছরে, অমুক মাসে, অমুক দিনে ভগবান বিশ্বে অবতীর্ণ হবেন। আসলে তা নির্ভর করে পরিস্থিতির উপর। সারা বিশ্বজুড়ে যখন ধর্মের হ্রাস এবং অধর্মের বৃদ্ধি হয়, তখনই ভগবান প্রকট হন।
অধর্ম যখন বৃদ্ধি পাচ্ছে হু হু করে, তখনই তা সামাল দিতে ভগবানকে অবতীর্ণ হতে হয়। সত্যযুগে যেমন আবির্ভূত হয়েছিলেন নরসিংহ অবতার। হিরণ্যকশিপুর প্রতাপে যখন ব্রহ্মাণ্ড কম্পিত, তার দুর্গুণ ও দুরাচারের শিকার মানবজগৎ, তখনই ভগবানের আবির্ভাব হয়েছিন। সেই সময় ঈশ্বরকে ডাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। বিঘ্নিত হয়েছিল সকলের ধ্যান, জপ, তপ, পূজা-পাঠ, যজ্ঞ, দান ইত্যাদি। সেই সময় সবার শুভকর্ম বিঘ্নিত হয়। এমনকী দেবতারাও ছিলেন সন্ত্রস্ত। সেই সময় ভগবান নৃসিংহরূপ ধারণ করেছিলেন । হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ ছিলেন পরম বিষ্ণু ভক্ত। ঙগবান প্রহ্লাদকে উদ্ধার করে ধর্ম-স্থাপন করেছিলেন ব্রহ্মাণ্ডে । অন্যান্য অবতারেও এমন কাহিনি শোনা যায়।
এভাবেই যুগে যুগে সাধুদের পরিত্রাণ করতে আবির্ভূত হন তিনি।
পরিত্রাণায় সাধুনাং চ বিনাশায় দুষ্কৃতাম্ । ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ৷৷ ৮
আরও পড়ুন :
মৃত্যুর পর আত্মার কী হয়? কুরুক্ষেত্রে অর্জুনকে কী বলেছিলেন সখা কৃষ্ণ?