Ram Mandir In Pakistan: ২২ জানুয়ারি দ্বার খুলে গিয়েছে অযোধ্যার রাম মন্দিরের। প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রামলালার। এখন শিশু-রামের দর্শনে সারা দেশ থেকে তো বটেই, বিদেশ থেকেও পর্যটকরা আসছেন অযোধ্যায়। সরযূর পাড়ে রামমন্দিরের উদ্বোধন করার কিছুদিন পরই সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবিতেও হিন্দু মন্দিরের উদ্বোধন করেন মোদি। গত ১৪ ফেব্রুয়ারি আবু ধাবিতে বিএপিএস মন্দিরের উদ্বোধন হয় তাঁর হাত ধরেই। প্রায় ২৭ একর জায়গা জুড়ে রয়েছে এই মন্দির। যার কাজ শুরু হয়েছিল ভারতে মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার বছর থেকে। সে-দেশে এটাই প্রথম মন্দির।
এরই মধ্যেই ভাইরাল হয়েছে পাকিস্তানে রাম মন্দিরের খবর ! যদিও এটি অযোধ্যা বা আবুধাবির মতো বিশাল নয়। তবে এই সংবাদ পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে।
পাকিস্তানের ডেরা রহিম ইয়ার খানের বাসিন্দা মাখন রাম জয়পাল তার একটি ইউটিউব ভিডিওতে এই মন্দিরর ছবি শেয়ার করেছেন। সেই সঙ্গে রয়েছে মন্দিরটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যও। মাখন রামের মতে, সিন্ধু প্রদেশের ইসলামকোটে প্রায় ২০০ বছরের পুরনো রাম মন্দির রয়েছে । আশেপাশের এলাকা থেকে হিন্দুরা সেখানে প্রার্থনা জানাতে আসেন। সেই মন্দিরের ইঁট-কাঠ-পাথরে এখন বয়সের ভার। মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই এখন এটি পুনর্নির্মাণ করা হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, যে সমস্ত কারিগর এবং শ্রমিকরা এই নতুন ভবনটি তৈরি করেছেন তারা সবাই মুসলিম।
মন্দিরে ভগবান রাম,সীতা ও লক্ষ্মণের মূর্তি রয়েছে। আগামী ছয় মাসের মধ্যে মন্দিরের নতুন ভবন তৈরি হয়ে যাবে বলে আশাবাদী মানুষ। এরপর পুরনো মন্দিরে রাখা মূর্তিগুলো পূর্ণাঙ্গ আচার-অনুষ্ঠানের সঙ্গে নতুন ভবনে স্থানান্তর করবেন। ভিডিওতে দেখা যায়,মন্দিরে ভগবান রাম, সীতা ও লক্ষ্মণের মূর্তি ছাড়াও শিব ও হনুমানের মূর্তিও রয়েছে।
মন্দিরের এক নির্মাণকারী বাবর ইউটিউবারকে জানান, এই মন্দিরের আগে তিনি ইসলামকোটে সন্ত নেনু রাম আশ্রমও তৈরি করেছিলেন। প্রায় ১০ একর জমি জুড়ে এই আশ্রম। সেই সঙ্গে ওই ইউটিউবারের দাবি, পাকিস্তানে এমন অনেকগুলি মন্দির রয়েছে, যা রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।
আরও পড়ুন :