জন্মাষ্টমী আগামী সপ্তাহেই। হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে ২৬ অগাস্ট। রোহিণী নক্ষত্রের শুভ মুহূর্তে শ্রীকৃষ্ণের জন্ম। এদিন বিকেল ৩ টে ৫৫ য় শুরু মুহূর্ত। ২৭ অগাস্ট অবধি চলবে এই তিথি। বিকেল ৩ টে ৩৮ এ শেষ হচ্ছে এই তিথি।
জন্মাষ্টমী আগামী সপ্তাহেই। হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে ২৬ অগাস্ট। রোহিণী নক্ষত্রের শুভ মুহূর্তে শ্রীকৃষ্ণের জন্ম। এদিন বিকেল ৩ টে ৫৫ য় শুরু মুহূর্ত। ২৭ অগাস্ট অবধি চলবে এই তিথি। বিকেল ৩ টে ৩৮ এ শেষ হচ্ছে এই তিথি।
শাস্ত্রমতে, ভাদ্রমাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীবিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণের। সেই থেকেই জন্মাষ্টমী পালন করার প্রথা চলে এসেছে। অনেক প্রদেশে এই দিনে 'দহি হান্ডি'ও পালন করা হয়। উত্তরভারতে তো বটেই বাংলার ঘরে ঘরে বালগোপাল হিসেবে পূজিত হন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের জন্মের পুণ্যলগ্নে অনেকেই তো উপোস করবেন, কিন্তু সেটুকুই যথেষ্ট নয়। শ্রীকৃষ্ণের জন্মদিনে কিছু নিয়ম মেনে চলতে পারলে ভাল। শ্রীকৃষ্ণকে তুষ্ট রাখতে আরও যা যা করতে পারেন -
- জন্মাষ্টমীর দিন উপোস করেন অনেকে। অথবা নিরামিষ খেয়ে থাকেন। সঙ্গে হরিনাম জপ, শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ ও ভগবত গীতা পাঠ করতে পারলে ভাল ।
- জন্মাষ্টমীর পরের দিনটাও কিছু নিয়ম মানতে হয়। সকালে স্নান করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করতে হয়। তারপর ব্রত সমাপন হয়।
- "সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।" মন্ত্র বলতে হবে। তারপর বলতে হবে,"ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় নমো নমঃ।"
- জন্মাষ্টমী ব্রত পালনের জন্য জোগাড় করে রাখতে হবে ফুল, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসীপাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুড়ো, মধুপক্ক, আসন-অঙ্গুরী।
- গোপালকে লাড্ডু ভোগ দিন। সকালেই নিবেদন করুন । রাতের পুজোয় চিনি মিছরি এবং শুকনো ফল নিবেদন করতে পারলে ভাল।
- ব্রতভঙ্গের পরও জন্মাষ্টমীর পরদিন নিরামিষ আহার করতে পারলে ভাল। এই দিনে কিছু বিশেষ নিয়ম পালন করলে শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায়।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।