সৌমিক সাহা, লন্ডন: সনাতন ধর্মে জন্মাষ্টমীর (Janmashtami) গুরুত্ব অপরিসীম। হিন্দু পঞ্জিকা মতে, প্রতি বছর ভাদ্র মাসের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয়। ভারতের (India) পাশাপাশি লন্ডনও (London) উদযাপনে মুখর। সাউথহলে শ্রী রাম মন্দির (Shree Ram Mandir) আয়োজিত বার্ষিক জন্মাষ্টমী শোভাযাত্রায় উপস্থিত হাজার হাজার মানুষ। রঙিন সাজে সেজে উঠছে লন্ডনের পথ। দেবতাসমারোহে সুসজ্জিত রথ নিয়েই উৎসবে মুখর প্রবাসীরা।
এই শোভাযাত্রার সূচনা করেন স্বামী জ্ঞানানন্দ মহারাজ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এই অনুষ্ঠানের সংগঠক এবং অংশগ্রহণকারীদের সঙ্গেও কথা বলেন তিনি। এই অনুষ্ঠানকে সম্প্রীতির অনুষ্ঠান হিসেবেই দেখেছেন তিনি, সেই মতো বার্তাও দিয়েছেন। তিনি বলেন, 'এই অনুষ্ঠান কোনও নির্দিষ্ট ধর্ম-বর্ণের জন্য নয়। এই অনুষ্ঠান সকলের। সব ধর্মের মিলন উৎসব হয়ে উঠুক এমন উৎসব।'
এলিং সাউথহল সংসদের সদস্য বীরেন্দ্র শর্মাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকল সম্প্রদায়কে একত্রিত করার ক্ষেত্রে এই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকাও উল্লেখ করেন তাঁর বক্তব্যে। কৃষ্ণের আবির্ভাব মাসে সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে বিশেষ শোভাযাত্রারও আয়োজন করা হয়েছিল।
প্রসঙ্গত, ভাদ্রমাসের কৃষ্ণা অষ্টমীতে দেবকীর অষ্টম গর্ভে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ৷ বিষ্ণুর নবম অবতার। দ্বাপরে কৃষ্ণ অবতারে ধরাধামে এসেছিলেন শ্রী বিষ্ণু। সেই পূণ্য তিথিতে দেশজুড়ে পালিত হয় জন্মাষ্টমী ৷
ভাদ্র মাসের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর (6 September 2023 ) বিকাল ৩টে ৩৭ মিনিটে। অষ্টমী তিথি শেষ হবে ৭ সেপ্টেম্বর ( 7 September 2023 ) বিকেল ৪.১৪য়।
পুরাণ অনুসারে, রাত্রি বারোটায় রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই বিশ্বাস অনুসারে, ৬ সেপ্টেম্বর গৃহস্থরা জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন। বৈষ্ণব সম্প্রদায়ের নিয়ম অনুসারে তাঁরা শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী পালন করছে আগামী ৭ সেপ্টেম্বর । শুধু মথুরা নয়, শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন এবং দ্বারকাতেও জন্মাষ্টমী পালিত হয় ধুমধাম করে৷ সেই সঙ্গে বাংলার ঘরে ঘরে চলে বালগোপালের পুজো।
আরও পড়ুন, কখন থেকে শুরু করবেন জন্মাষ্টমী পুজো ? রোহিণী নক্ষত্রের সূচনা কখন?