কলকাতা: রাত পোহালেই মহা শিবরাত্রি (Mahashivratri 2022)। দেবাদিদেব মহাদেবের আরাধনার এই বিশেষ দিনটির জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন পূণ্যার্থীরা। বিভিন্ন ক্ষেত্রে বিশ্বাস করা হয় যে, শিবরাত্রির (Shivratri) দিনই মহাদেব ও পার্বতীর বিয়ে হয়। তাই সারাদেশে মহা ধুমধাম করে শিবরাত্রি পালন করা হয়। চলতি বছর পয়লা মার্চ পড়েছে শিবরাত্রি। গত দুটো বছর ধরে করোনা পরিস্থিতি চলছে। গত দুটো বছরে কত মানুষ সারা বিশ্বে এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন। কত মানুষ তাঁর প্রিয়জনকে হারিয়ে ফেলেছেন। তাই গত দুটো বছরের মতো চলতি বছরও মহাশিবরাত্রি উদযাপনে কিছুটা খামতি দেখা দেবে বলে মনে করা হচ্ছে। যদিও বিশেষজ্ঞরা সবার আগে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। মহাশিবরাত্রির এই বিশেষ দিনে আপনি আপনার প্রিয়জনের শুভকামনা করে কী বার্তা পাঠাবেন? দেখে নিন এক নজরে-


১. প্রার্থনা করি, মহাদেবের আশীর্বাদ সবসময় তোমার উপর বর্ষণ হতে থাকুন। খুব ভালো থাকো। সুস্থ থাকো। শুভ মহাশিবরাত্রি।


২. দেবাদিদেব মহাদেবের স্বর্গীয় শক্তিতে তোমার জীবন ভরে উঠুক সুখে শান্তিতে। তোমার ও তোমার পরিবারের উপর থেকে সমস্ত বিপদ দূর হয়ে যাক, এই প্রার্থনা করি।


৩. আমাদের সকলের জন্য মহাদেব অন্ধকার দূর করে আলোর পথ দেখান। তাঁর উপর বিশ্বাস রাখুন। শুভ মহাশিবরাত্রি।


আরও পড়ুন - Food and Lifestyle: কোন কোন উপায় মেনে চললে এড়ানো যাবে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া?


৪. মহা শিবরাত্রির শুভ তিথিতে জানাই অনেক শুভ কামনা। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তোমার ও তোমার পরিবারের সকলে খুশি, শান্তি, সুস্থ থাকো। ওম নমঃ শিবায়।


৫. ভগবান শিব আমাদের সকলের উপর নজর রাখেন। দুঃখের সময় খুব দ্রুত কেটে যাবে। সুখের দিন চিরকাল থাকুক তোমার জীবনে। ওম নমঃ শিবায়।


৬. প্রার্থনা করি মহাদেব তোমাকে স্মরণ করিয়ে দিন যে কঠিন পরিশ্রম আর ইতিবাচক মনোভাবই তোমাকে তোমার স্বপ্নের লক্ষে পৌঁছতে সাহায্য করবে। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। শুভ মহাশিবরাত্রি।


৭. শিব-পার্বতীর মতোই সুখের হোক তোমার জীবন। ভরে উঠুর খুশি, শান্তিতে।


৮. দেবাদিদেব মহাদেব স্বয়ং একজন সমস্ত শক্তির আধার। তাঁর স্মরণে থাকলে সমস্ত কষ্ট দূর হবে। প্রার্থনা করি, তোমার জীবনে সমস্ত অন্ধকার দিক কেটে গিয়ে আলোয় ভরে উঠুক।