কলকাতা: যে কোনও পুজো হোক বা শুভ অনুষ্ঠান, হিন্দু ধর্মে শালগ্রাম শিলা বা নারায়ণ শিলার গুরুত্ব অপরিসীম। যেমন ভগবান মহাদেবের প্রতীক হিসাবে পূজিত হন শিবলিঙ্গ , তেমনই ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে শালগ্রাম শিলার পুজো করা হয়ে থাকে। তবে শাস্ত্রমতে, কিন্তু এই নারায়ণ শিলায় শক্তিরূপে শবাসনা কোন দেবীর পুজোয় নিষিদ্ধ।


কিন্তু কী এই শালগ্রাম শিলা? কোথা থেকেই বা উৎপত্তি হয় নারায়ণ শিলার? 


শালগ্রাম শিলা বা Ammonite fossile নেপালের গণ্ডকী বা কালী নদীর এক বিশেষ প্রকারের জীবাশ্ম পাথর। আর কোনও শালগ্রাম শিলা পুজো করা যায় না , তাই গণ্ডকী নদীর শিলাই আসল শালগ্রাম শিলা। প্রকৃত শালগ্রাম শিলার দেখা পাওয়াও বেশ দুঃসাধ্য। নেপালের পশ্চিমে গণ্ডকি বা কালী-গণ্ডকি নদীতেই একমাত্র এই শিলার দর্শন মেলে।


চিরতুষারাবৃত হিমালয় থেকে বয়ে আসে নেপালের এই গণ্ডকী নদী। হিমালয়ের শিলাস্তর পরিচিত “স্পিতি” শেল নামে। কালীগণ্ডকী নদীর জলের তীব্র স্রোতে ওই শিলাস্তরকে ধুয়ে মুছে ভেঙে নিয়ে আসছে এই নদীর জল। স্বচ্ছ অথচ কালো এই নদীর জলের স্রোতে ভেসে আসে স্পিতি শিলাস্তরের খাঁজে লুকিয়ে থাকা ইয়োসিন যুগের শেষ ভাগে, টেথিস সমুদ্র থেকে সৃষ্ট হিমালয়ের বহু প্রস্তরীভূত সামুদ্রিক জীবাশ্ম ও শীলা। আর এই বহু ধরনের শিলাভূত জীবাশ্মর মধ্যে একমাত্র “অ্যামোনাইট ফসিলের” গোষ্ঠীর শিলাভূত জীবাশ্মই” হল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পরম পবিত্র শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা।


কিন্তু এই শালগ্রামকে কেন ঘরে ঘরে নারায়ণ জ্ঞানে পুজো করা হয়? 


বলা হয়, তুলসি দেবীর অভিশাপে পাথরের রূপ নেন স্বয়ং বিষ্ণু। সেই পাথরে থাকে নানা চিহ্ন বা চক্র। এই চক্রচিহ্ন যুক্ত পাথরই আসলে শালগ্রাম শিলা। যেহেতু বিষ্ণুর সঙ্গে এই পাথরের সংযোগ রয়েছে পৌরাণিক উপাখ্যানে, তাই এই পাথরকে আজও নারায়ণ রূপে পুজো করা হয়। আর এই কারণেই শালগ্রামের পুজোয় তুলসী নিবেদন করা হয়। 


বিশ্বাস ও ভক্তি নিয়েই হিন্দুদের পুজোপদ্ধতিতে বিশেষ জায়গা করে নিয়েছে শালগ্রাম। 


 
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y