নয়াদিল্লি: অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর, আজ প্রথম রামনবমী। রামনবমীতে এই প্রথম তাবু ছেড়ে মন্দিরে পুজিত হচ্ছেন রামলালা। বিশেষ এই দিনে ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর। সকাল থেকেই চলছে বিশেষ পূজার্চনা। নির্দিষ্ট সময়ে রামলালার কপালে আজ দেখা যাবে সূর্যতিলক। অযোধ্য়ার রামমন্দিরে সকাল থেকে ঢল নেমেছে ভক্তদের। এদিন দেশবাসীকে রামনবমীর শুভেচ্ছা জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, 'রাম ভারতের বিশ্বাস, রাম ভারতের ভিত্তি'
নরেন্দ্র মোদি আরও লেখেন, 'অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার পর প্রথম রাম নবমী হল আজ। এটি এই প্রজন্মের কাছে মাইলফলক। কয়েক শতাব্দীর নিবেদন ও আগামীর আশা ও অগ্রগতির বুনন। এই দিনটির জন্য কোটি কোটি ভারতীয় অপেক্ষা করেছিল। অসংখ্য মানুষ এই পবিত্র উদ্দেশ্যে তাদের জীবন উৎসর্গ করেছেন। প্রভু শ্রী রামের আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে থাকুক এবং আমাদের জীবনকে জ্ঞান ও সাহসে আলোকিত করে ন্যায় ও শান্তির দিকে পরিচালিত করুন। এদিন রামনবমী উপলক্ষ্যে সামাজিক মাধ্যমে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, রাম নবমীর শুভক্ষণে সকলকে জানাই শুভেচ্ছা। সবার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন বজায় রাখার আবেদন জানাই।
উল্লেখ্য, মঙ্গলবার, বালুরঘাটের সভায় নরেন্দ্র মোদির গলায় উঠে আসে রামনবমী পালন প্রসঙ্গ। তিনি বলেন, 'আমি জানি তৃণমূল প্রতিবারের মতো এবারও এখানে রামনবমীর অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করেছে। সব রকমের ষড়যন্ত্র করেছে, কিন্তু, সত্যেরই জয় হয়। এই জন্য, আদালত থেকে অনুমতি পাওয়া গেছে, কাল শ্রদ্ধা-ভক্তির সঙ্গে রামনবমীর শোভাযাত্রা বের হবে।'
পাল্টা উত্তরবঙ্গ থেকেই, বিজেপির উদ্দেশে সুর চড়িয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'উনিশ তারিখ ভোট বলে, সতেরো তারিখ দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না। আমরা শান্তি চাই।'
এদিকে, রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গাতেও আয়োজন করা হয়েছে মিছিল ও শোভাযাত্রার। নিউটাউনে শোভাযাত্রার সূচনা করেন শুভেন্দু অধিকারী। দুর্গাপুরে রাম নবমীর মিছিলে অংশ নেন দিলীপ ঘোষ। বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের উদ্যোগে বিষ্ণুপুরে আয়োজন করা হয়েছে শোভাযাত্রার। সেখানে পা মিলিয়েছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সারা বাংলায় আজ কোথাও মিছিলের উদ্যোক্তা তৃণমূল, কোথাও বিজেপি।