ভুবনেশ্বর: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। আগামী ৮ জুলাই খোলা হতে চলেছে ওড়িশার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার (Jagannath Temple Ratna Bhandar) । বুধবার একথা জানিয়েছেন ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের (ASI) একজন সিনিয়র আধিকারিক। ওই সময় জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার মূর্তি রথযাত্রা (Rath Yatra Festival) উপলক্ষে ৯ দিনের জন্য মন্দির থেকে বাইরে নিয়ে আসা হবে। তাই জুলাই মাসের ৮ তারিখটিকেই মন্দিরে ভেতরে থাকা রত্নভাণ্ডার খোলার জন্য বেছে নেওয়া হয়েছে। এবছর রথযাত্রা উপলক্ষে জুলাইয়ের সাত তারিখ ৯ দিনের জন্য জগন্নাথদেব সহ তিনটি মূর্তিকে মন্দির থেকে বাইরে নিয়ে আসা হবে।
ওড়িশার বিধানসভা নির্বাচনের প্রচারে এবার বিজেপির অন্যতম হাতিয়ার ছিল রত্নভাণ্ডারের নিখোঁজ হওয়া চাবিগুলির বিষয়টি। প্রায় প্রতিটি নির্বাচনী জনসভা থেকেই বিজেপির তরফে আশ্বস্ত করা হয়েছিল যে তারা যদি ভোটে জিতে ক্ষমতায় আসে তাহলে চাবিগুলি নিখোঁজ হওয়ার পিছনে কী রহস্য আছে তা তদন্ত করে দেখা হবে। সেই সঙ্গে রত্নভাণ্ডারে ভেতরে থাকা গহনা ও সম্পদ বাইরে নিয়ে আসা হবে।
সংবাদসংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সুপারিনটেন্ডিং আর্কিলজিস্ট ডি বি গড়নায়েক বলেন, "আগামী ৮ জুলাই ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের টেকনিকাল কোর কনজারভেশন কমিটি এবং রাজ্য সরকারের তৈরি করা ১২ সদস্যের রত্নভাণ্ডার কমিটির উপস্থিতিতে রত্নভাণ্ডার খোলা হবে। দ্বাদশ শতাব্দীতে তৈরি হওয়া মন্দিরের রত্নভাণ্ডারের অবস্থা এখন কী রকম রয়েছে তা পরিদর্শন ও মূল্যায়নের পরই রত্নভান্ডারের সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"
এপ্রসঙ্গে তিনি আরও জানান, ২০১৮ সালে রত্নভাণ্ডারের বাইরের অবস্থা পরিদর্শনের সময় সেখানকার একাধিক জায়গায় ফাটল দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু পাথরের টুকরো খসে পড়ে থাকতে দেখা গেছিল। পাশাপাশি অনেকগুলি লোহার কড়িবরগাও নিখোঁজ হওয়ার বিষয়টি চোখে পড়েছিল। ফাটলের জায়গাগুলি দিয়ে বৃষ্টির জলও রত্নভাণ্ডারের ভেতরে পড়তে দেখা গেছিল। এরপরই বিখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজিকে অবিলম্বে রত্নভাণ্ডার সারানোর বিষয়ে আবেদন জানান।
প্রসঙ্গত উল্লেখ্য, পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে দুটি ঘর রয়েছে। ভেতরে ঘরে থাকা অত্যন্ত দামী গহনাগুলি বিরল ও গুরুত্বপূর্ণ উৎসবের সময় বের করার নিয়ম থাকলেও বাইরে ঘরে থাকা গহনাগুলি প্রতিদিনের পুজো ও নির্দিষ্ট কিছু উৎসবের সময় বের করা হয়ে থাকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।