কলকাতা : হিন্দু ধর্মে পুজো-পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়ির পুজোস্থল বা মন্দিরে নিয়মিত পুজো করা হয়। আবার কিছু কিছু বাড়িতে সকাল-সন্ধে পুজো করা হয়।
সন্ধের পুজোকে সন্ধে-আরতিও বলা হয়। মনে করা হয় যে, এই সময়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায়। বাড়িতে সুখ-সমৃদ্ধিও আসে। যদিও সকালে ও সন্ধের পুজো বিধিতে পার্থক্য আছে। তবে, সন্ধেয় পুজো করার সময় অনেকেই জেনে বা না জেনে নানা ভুল করে ফেলেন। যার ফল হতে পারে নেতিবাচক। শাস্ত্র অনুসারে, যাঁরা সন্ধের সময় পুজোপাঠ করেন, তাঁদের কিছু বিষয় মাথায় রাখতে হবে।
সন্ধের পুজোয় মাথায় রাখুন এই বিষয়গুলি-
সকালে ভগবানের পুজোয় তাজা ফুল অর্পণ করা খুবই শুভ বলে মনে করা হয়। তবে সন্ধের পুজোর জন্য ফুল তোলা উচিত নয়। শাস্ত্র অনুসারে, সন্ধেয় ফুল তোলা অশুভ। তাই সন্ধেয় পুজোর সময় ভগবানকে ফুল দেওয়া উচিত নয়।
সকালের পুজোয় শঙ্খ ও ঘণ্টা বাজানো উচিত। কারণ এটি ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। তবে, সন্ধের পুজোয় ঘণ্টা ও শঙ্খ বাজানো উচিত নয়। এটা মনে করা হয় যে, সূর্যাস্তের পর দেব-দেবীরা ঘুমাতে যান এবং শঙ্খ বা ঘণ্টার শব্দে তাঁদের বিশ্রাম ব্যাহত হয়।
শাস্ত্রে সকালে সূর্য দেবতার পুজো করে তাঁকে জল অর্পণের বিধান রয়েছে। সূর্যাস্তের পরে কখনই সূর্য দেবতার পুজো করা উচিত নয়, এটি শুভ বলে মনে করা হয় না। এ ছাড়া সন্ধের পুজোয় কখনই তুলসি ব্যবহার করবেন না। সূর্যাস্তের পর তুলসি পাতা ছেঁড়া উচিত নয়।
সকাল হোক বা সন্ধে, সর্বদা ঈশ্বরকে তাজা ফল, ফুল এবং মিষ্টি নিবেদন করুন। তাঁদের কখনই বাসি বা দূষিত খাবার দেওয়া উচিত নয়। ভগবানকে নিবেদন সর্বদা সাত্ত্বিক হওয়া উচিত।
শাস্ত্র মতে সন্ধেয় পুজো করার সময় দু'টি প্রদীপ জ্বালানো উচিত। ঘিয়ের ১টি ও তেলের ১টি। এটি করা শুভ বলে মনে করা হয়। এতে পরিবারের সদস্যদের ওপর ভগবানের আশীর্বাদ থাকে।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।