ভাস্কর ঘোষ, বেলুড়: আজ থেকে ১২৭ বছর আগে ১৮৯৭ সালের পয়লা মে কলকাতার বলরাম বাবুর বাটীতে যে রামকৃষ্ণ মিশনের (Ramakrishna mission) প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ। শতবর্ষ পেরিয়ে আজ তা ১২৮তম বছরে পদার্পন করল।
 
সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও বেলুড় মঠে (Belur math) এই বিশেষ দিনটি পালিত হল বিনম্র ভক্তি শ্রদ্ধা ও ভাব গম্ভীর পরিবেশে। নবনির্মিত অভেদানন্দ কনভেনশন সেন্টারে বিকাল ৪টায় অনুষ্ঠানের সূচনা হয়। 
প্রথা মেনে মঠের ব্রহ্মচারী মহারাজদের বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। তারপর মঞ্চে উপবিষ্ট মঠাধ্যক্ষ স্বামী গৌতমানন্দজীকে মাল্যভূষিত করে বরণ করা হয়। স্বাগত ভাষণে মঠে সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ প্রতিষ্ঠার শুরু থেকে ১২৭ বছরের পথ পরিক্রমার স্মৃতিচারণা করেন। এরপর উপস্থিত মহারাজ ও বিশিষ্ট জনরা বক্তব্য রাখেন। 


আরও পড়ুন: Akshaya Tritiya 2024: এ বছর অক্ষয় তৃতীয়া কবে? কখন শুভ যোগ ?


আধ্যাত্মিক ও জনহিতকর এই সংগঠন প্রধানত হিন্দু ধর্মের বেদান্ত-অবৈদানন্দের দর্শন ও ভাবধারা প্রসারে ব্রতী। জ্ঞান,ভক্তি,কর্ম ও রাজ যোগ এই চার আদর্শে দীক্ষিত এই সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান প্রত্যক্ষ করেন অসংখ্য আগত নিমন্ত্রিত ভক্ত ও সাধারণ মানুষ ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: SC On Hindu Marriage: প্রয়োজনীয় নিয়মনীতি মেনে না হলে হিন্দু বিবাহ বৈধ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের